বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


পাঁচ কারণে নিজামীর প্লটের বরাদ্দ বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nijamiআওয়ার ইসলাম: ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত পাঁচটি ত্রুটি দেখিয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি হওয়া জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর প্লটের বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজউক। ত্রুটিগুলোর বেশির ভাগই ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত।

ত্রুটিগুলোর মধ্যে রয়েছে (১) প্লট বরাদ্দকালীন মূল হলফনামা না থাকা ও দাখিলীয় ফটোকপি হলফনামায় নিজামীর সই না থাকা, (২) মিশন ডেভেলপারের আমমোক্তার হিসেবে রাজউকের অনুমোদন না পাওয়া, (৩) আবাসিক প্লটকে বাণিজ্যিক ভাবে ব্যবহার, (৪) সরকারের অনুশাসন ছাড়াই নিজামীর নামে প্লট বরাদ্দ এবং (৫) পরবর্তীতে পাওয়া সরকারের অনুশাসন রাজউকের বোর্ডসভায় (সাধারণ সভা) উপস্থাপন না করা।

রাজউকের চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী বৃহস্পতিবার রাতে বলেন, মানবতাবিরোধী অপরাধীদের প্লট বাতিল করে দেওয়ার ব্যাপারে ঘোষণা দিয়েছে সরকার।এ নির্দেশ অনুযায়ী আমরা তাদের নথি ঘেঁটে দেখেছি, রাজউকের আইনেই তাদের প্লট বাতিল করার সুযোগ রয়েছে। তাই রাজউকের আইন অনুসরণ করে তাদের প্লট বাতিলের সিদ্ধান্ত নিয়েছি।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ