মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


ইমাম হত্যা ইস্যুতে নিউইয়র্কে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

imam_newyerkআওয়ার ইসলাম: ইমাম আখুঞ্জি ও তারা উদ্দীন হত্যার সুষ্ঠু বিচার দাবিতে ঐক্যবদ্ধ হয়েছেন নিউয়র্কের ইমামগণ। ১৯ আগস্ট এক বৈঠকে তারা বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করেছেন।

গত ১৩ আগস্ট দুপুর দুইটায় নিউইয়র্কে প্রকাশ্যে গুলি করে ওজনপার্কের আল ফুরকান মসজিদের ইমাম মাওলানা আলাউদ্দীন আকুঞ্জি ও মুসল্লি কাজী তারা উদ্দিনকে হত্যা করা হয়। বিষয়টির এখন পর্যন্ত কোনো কূল কিনারা হয়নি।

১৯ আগস্ট বৈঠকে ইমামগণ এ ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করেন। নিউইয়র্কে বসবাসরত সর্বস্তরের আলেম সমাজ দফায় দফায় বৈঠক করে কিভাবে মর্মান্তিক এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার পাওয়া যায় এবং অদূর ভবিষ্যতে যেন এরকম কোন ঘটনার পূনরাবৃত্তি না ঘটে এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বৈঠকে আলেম সমাজ বিভিন্ন কর্মসূচিও হাতে নিয়েছেন।

গত ১৭ আগস্ট বুধবার আল ফুরকান মসজিদে আলেম ও ইমামদের চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটি পুলিশের কমিউনিটি এফ্যায়ার্স অফিসার জনাব আল আমীন।

সভা পরিচালনা করেন ইমাম মাওলানা জালাল উদ্দিন সিদ্দিকী এবং স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক মাওলানা মুহিব্বুর রহমান ও মুফতী জামাল উদ্দিন।

সভায় সর্বস্তরের আলেম সমাজ পরামর্শ করে এ সিদ্ধান্তে উপনীত হন, আমাদের ফিকহী কিছু মাসয়ালা/মাসায়েল নিয়ে মতানৈক্য থাকলেও দ্বীনের বৃহত্তর স্বার্থে সবকিছুকে পেছনে ফেলে এবং সংঘটিত মর্মান্তিক ইমাম হত্যাকাণ্ডের ন্যায়-বিচারের দাবিতে এখন থেকে আমরা ঐক্যবদ্ধ।

দীর্ঘ বৈঠক ও আলোচনা শেষে নিইয়র্কে আগামীতে সকল কর্মসূচি বাস্তবায়নের লক্ষে সর্বদলীয় উলামায়ে কেরামদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়। সংগঠনের নাম দেওয়া হয়েছে ‘সর্বদলীয় ইমাম-উলামা পরিষদ নিউইয়র্ক’।

imam_newyerk2

 

 

কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন
অধ্যাপক মাওলানা মুহিব্বুর রহমান
মাওলানা জালাল উদ্দিন সিদ্দিকী
মুফতি মুহাম্মদ জামাল উদ্দিন
মুহাদ্দিস মাওলানা মঈন উদ্দিন
মাওলানা আবু জাফর বেগ।

কমিটি
চেয়ারম্যানঃ মাওলানা রফিক আহমদ রেফায়ী (আস সাফা ইসলামিক সেন্টার)
ভাইস চেয়ারম্যান মাওলানা আজির উদ্দিন (বর্ঙ্কস)
ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল মুকিত (কুইন্স)
ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ উল্লাহ (ব্রুকলীন)
ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ আবু সুফিয়ান (ম্যানহাটন)
সেক্রেটারী জেনারেলঃ
মাওলানা শাব্বীর আহমদ (ফুলতলী ইসলামিক সেন্টার)
এসিসটেন্ট সেক্রেটারী জেনারেল মুফতি মুহাম্মাদ ইসমাইল নূরী (আন নূর কালচারাল সেন্টার)
ফাইনেন্স সেক্রেটারী মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া (বাংলা বাজার মসজিদ বর্ঙ্কস)
এসিসটেন্ট ফাইনেন্স সেক্রেটারী মাওলানা মাসুক আহমদ (বায়তুল গাফফার জামে মসজিদ)
কো অডিনেটর জনাব আহমদ আবু উবায়দা (প্রেসিডেন্ট, বায়তুল মামুর মসজিদ এন্ড কমিউনিটি সেন্টার)

মামলা পরিচালনা সাব কমিটিঃ
মাওলানা এম কে রাহমান মাহমুদ (ব্যবসায়ী জ্যাকসন হাইটস)
মাওলানা আইনূল হুদা (আহলে বায়েত মসজিদ)

ফাইনেন্স সাব কমিটিঃ
মাওলানা মুইনুল ইসলাম (বঙ্কর্স)
হাফেজ রফিকুল ইসলাম (হাজী ক্যাম্প মসজিদ )
মাওলানা সুন্নাতুর রহমান (এলমাস্ট)
রশীদ আহমদ (প্রিন্সিপাল বিএমএমসিসি ইসলামিক স্কুল)।

এছাড়াও তিনটি বৈঠকে নিউইয়র্কের প্রায় দুই শতাধিক উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

আরআর


সম্পর্কিত খবর