শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৪ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


ইসলামে সন্ত্রাসবাদের স্থান নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

majlishমাহবুব আহমেদ, সিলেট : ইসলাম মানবতার ধর্ম। শান্তি-সম্প্রীতির ধর্ম। ইসলামে সন্ত্রাস, উগ্রবাদ ও জঙ্গিবাদের অনুমোদন নেই।ইসলামের অপব্যাখ্যা দিয়ে, ইসলামের নামে নিরপরাধ মানুষ হত্যার সনদ ইসলাম কাউকে দেয়নি। একটি গোষ্ঠি ইসলামের নাম ভাঙ্গিয়ে বিশ্বব্যাপি বোমাবাজি করে বিশ্ব মানচিত্রে ইসলামকে কলুষিত করছে। ইসলামের প্রকৃত শিক্ষার অভাবে যুবক-তরুণরা জড়িয়ে পড়ছে সন্ত্রাসবাদে। তাই শিক্ষার সকল স্তরে ইসলামি শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। উলামা মাশায়েখের নেতৃত্বে ইসলামি আদর্শ ও সংস্কৃতি দিয়ে জঙ্গিবাদ প্রতিহত করতে হবে।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার বিশেষ নির্বাহী বৈঠকে জেলা নেতৃবৃন্দ এসব কথা বলেন।

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা রেজাউল করিম জালালীর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আজিজের পরিচালনায় সংগঠনের লালদিঘীপাড়স্থ কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন, মাও.জাহিদ উদ্দিন চৌধুরী, মাও.আতিকুর রহমান, ডা.মাও.মুস্তফা আজাদ, মাও.ফখরুল ইসলাম, হাফিজ জুনাইদ আহমদ, মাও.মুতাসিম বিল্লাহ জালালী, মাও.আব্দুল খালিক, মুফতি মাহবুবুল হক, প্রমুখ।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ