শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


ফিলিস্তিনিরা মুক্ত না হলে ইসরাইলি সেনাদের মুক্তি নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hamasআবদুল্লাহ বিন রফিক: ফিলিস্তিনি স্বাধীনতাকামী দল হামাস স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইসরাইল যাবত না জেলবন্দী ফিলিস্তিনিদের মুক্তি দিচ্ছে ততদিন অবধি গাজার রণক্ষেত্রে আটক ইসরাইলী সেনাদেরও কোনো মুক্তি নেই।

হামাসের দাবি, ইসরাইলি কারাগারে ৭ হাজারেরও অধিক ফিলিস্তিনি বন্দী-কয়েদি আছে। এদের মধ্যে দেড় হাজারেরও বেশি কয়েদি অসুস্থ। সারে সাতশো’র বেশি বন্দী প্রশাসনিক হেনস্থা ও হয়রানির শিকার। বন্দীদের মধ্যে ৪০০ জন শিশু এবং ৭০ জন নারীও আছেন।

অন্যদিকে গাজায় ফিলিস্তিনি যোদ্ধারা মাত্র ৪ জন ইসরাইলি সেনা আটক করেছে।

হামাস বিগত দিনেও অনেকবার ইসরাইলি জঙ্গী কয়েদীদের মুক্তির বিনিময়ে ইসরাইলি জেলবন্দী ফিলিস্তিনিদের মুক্তি দিয়েছিলো। ২০১১ সালে গেলাদ শালেট নামে এক ইসরাইলী  সৈন্যের বিনিময়ে ইসরাইলের জেলে থাকা ১০৫০ ফিলিস্তিনি বন্দীকে মুক্ত করা হয়েছিলো।

সূত্র: জি নিউজ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ