শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


সরকারের খাবার গ্রহণ করতে ভারতীয় মাদরাসাগুলোর অস্বীকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

independence-day-madrasa-student-photo copy

ফারুক ফেরদৌস : ভারতে মধ্যপ্রদেশের শহর উজাইনে কয়েক ডজন মাদরাসা সরকারের তরফ থেকে দেয়া খাবার গ্রহণ করতে অস্বীকার করেছে।

ভারতের বেসরকারি সংবাদমাধ্যমগুলোর সূত্রে জানা যায় পয়লা আগস্ট থেকে উজাইন এর ৫৬ টি মাদরাসার জন্য মিড ডে মিল সরবরাহ করার দায়িত্ব আরোহি ফুড লিমিটেড এবং মহিলাদের সংগঠন মা ভারতী মহিলা মণ্ডলকে দেয়া হয়। মুসলমানদের অভিযোগ, এই সংস্থাগুলো খাবার হিন্দু দেবতাদের সামনে পেশ করার পর ছাত্রদের কাছে পাঠায় যা ইসলামে নিষিদ্ধ।

এর আগে মাদ্রাসায় অধ্যয়নরত ছাত্রদের খাবার অন্য মুসলিম কম্যুনিটির লোকজন কাজ করে এমন সংস্থা সরবরাহ করতো। মাদরাসাগুলো আবার এরকম কোনো সংস্থাকেই খাবার সরবরাহের দায়িত্ব দেয়ার দাবি জানাচ্ছে।

মাদরাসার শিক্ষা কমিটির প্রধান আশফাক উদ্দীন বলেন, ‘মাদরাসার ছাত্রদের জন্য খাবার মুসলিম কম্যুনিটির লোকজনই বানাতো। এই নিয়মটাকে এখন বিলুপ্ত করা হয়েছে। আমরা চাই সেই নিয়ম আবার চালু করা হোক।’ এই সংস্থা খাবার সাপ্লাই দিতে থাকলে মাদরাসার ছাত্রদের অভিভাবকরা ছেলেদের মাদরাসা থেকে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন বলেও জানান তিনি।

প্রশাসন অবশ্য বলছে, মাদরাসাগুলো ধর্মীয় কারণে খাবার গ্রহণ করতে অস্বীকার করছে না। এর পেছনে অন্য কারণ আছে।

মিড ডে মিল ভারত সরকারের পক্ষ থেকে প্রাইমারি লেভেলের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ করা হয়।

সূত্র : এক্সপ্রেস নিউজ

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ