শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


পাকিস্তানে বিস্ফোরণে নিহত ৭০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

1470634767আওয়ার ইসলাম ডেস্ক : পাকিস্তানে কোয়েটার নামক স্থানে একটি বেসামরিক হাসপাতালে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। সোমবার এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে, বেলুচিস্তানের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিলাল কাশি নিহতের পর এই বিস্ফোরণের ঘটনা ঘটল। হামলায় বেলুচিস্তানের সাবেক বার প্রেসিডেন্ট বাজ মুহাম্মদ কাকার আহত হন।

বিলাল কাশির দেহ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। সেখানে জড়ো হয়েছিলেন আইনজীবী ও সাংবাদিকরা। বিস্ফোরণে আহতদের বেশিরভাগ আইনজীবী।

পুলিশ বলেছে, বিস্ফোরণের পর অজ্ঞাতনামা এক ব্যক্তি গুলি ছুড়তে থাকে। হাসপাতালের জরুরি বিভাগের কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে। কোয়েটার হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। খবর: ডন ও জিও টিভি।

ওএস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ