মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


আইএসকে সহযোগিতার দায়ে ফিলিপাইনের নারী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

is5আওয়ার ইসলাম : ইসলামিক স্টেটের সঙ্গে সম্পৃক্ততা এবং জঙ্গি হামলার পরিকল্পনায় সহায়তা করার অভিযোগে ফিলিপাইনের এক নারীকে গ্রেফতার করেছে কুয়েতের পুলিশ। গত শুক্রবার ওই নারীকে আটক করা হয়।

জঙ্গিদের সঙ্গে ওই নারীর যোগাযোগ ছিল বলে ধারণা করছে পুলিশ। আইএস দেশটিতে হামলা চালানোর পরিকল্পনা করছে বলেও দাবি করছে কুয়েতের পুলিশ।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ওই নারী ১৯৮৪ সালে ফিলিপাইনে জন্মগ্রহণ করেন। তিনি গত বছরের জুনে গৃহকর্মী হিসেবে কুয়েতে প্রবেশ করেন।

পুলিশ লিবিয়ার আইএস জঙ্গিদের সঙ্গে ওই নারীর বেশ কিছু ই-মেইল আদান প্রদানের প্রমাণ পেয়েছে বলে জানা গেছে।

ওই নারী তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, তিনি কুয়েতে একটি হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। স্থানীয় সংবাদমাধ্যম কুনা ওই নারীর একটি ছবি প্রকাশ করেছে।

গত মাসে কুয়েতে আইএসের তিনটি হামলার পরিকল্পনা ভেস্তে যায়। আইএস একটি শিয়া মসজিদে হামলার পরিকল্পনা করেছিলো। কিন্তু কুয়েতি পুলিশ জঙ্গিদের হামলার আগেই নিরাপত্তা জোরদার করে ওই হামলা ঠেকাতে সক্ষম হয়।

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ