শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


বদলে যাচ্ছে পশ্চিমবঙ্গের নাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kalkata

আওয়ার ইসলাম: পশ্চিমবঙ্গের নাম পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন থেকে নতুন নাম ‘বঙ্গ’ অথবা ‘বাংলা’ এবং ইংরেজিতে ‘বেঙ্গল’ নাম ধারণ করবে ভারতের এ অঞ্চলটি। মঙ্গলবার রাজ্যের মন্ত্রিসভায় এমনটাই সিদ্ধান্ত হয়েছে।

এর আগে ২০১১ সালে ক্ষমতায় এসেই রাজ্যের নামবদলের উদ্যোগ নিয়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয়বার ক্ষমতায় এসে বাস্তবায়ন হলো সেই স্বপ্ন।

আগামী ২৬ আগস্ট থেকে বিধানসভায় বিশেষ অধিবেশন বসছে। সেই অধিবেশনে ২৯ ও ৩০ তারিখে নামবদল নিয়ে আলোচনা হবে।

সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, মন্ত্রিসভায় রাজ্যের নাম বদলের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এই বিষয়ে সর্বদলীয় বৈঠকেও আলোচনা করা হবে। বিধানসভায় রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে যাওয়া হবে। সেখানে ওই প্রস্তাব পাস হলে পশ্চিমবঙ্গের নাম বদলানোর প্রস্তাব সংসদে পাঠানো হবে।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ