সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

জামায়াতের সাথে অনৈক্য চায় না দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nomaniফারুক ফেরদৌস: ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানি বলেছেন, জামায়াতে ইসলামির (ভারত) সাথে দেওবন্দের ইখতেলাফ নিজের জায়গায় বিদ্যমান আছে কিন্তু এখন আমরা এমন কিছু বলতে চাই না যা অনৈক্য সৃষ্টির কারণ হবে।

সম্প্রতি ‘জামায়াতে ইসলামি হিন্দে’র ছাত্র সংগঠন ‘স্টুডেন্ট ইসলামিক অরগানাইজেশন’ আয়োজিত একটি কনফারেন্সের দাওয়াত নামায় একটি সেশনের সভাপতি হিসেবে দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা মুফতি আবুল কাসেম নোমানীর নাম উল্লেখ করা নিয়ে বিতর্ক ওঠে। সমালোচনাও শুরু হয় সর্বত্র।

এ প্রেক্ষাপটে দারুল উলুম দেওবন্দের সাথে জামায়াতের মতাদর্শগত বিরোধ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি এ কথা বলেন।

মুফতি নোমানি বলেন, তিনি ওই অনুষ্ঠানের দাওয়াত নামা পেয়েছেন কিন্তু চতুর্থ সেশনের সভাপতি হিসেবে তার নাম দেয়ার ব্যাপারে সংগঠনটি তার কাছে অনুমতি নেয়নি এবং এ ব্যাপারে এখন পর্যন্ত তার সাথে কোনো যোগাযোগও করেনি ।

মুফতি নোমানি এর প্রতিবাদ জানিয়ে বলেন, ‘এটা পুরোপুরি অনুচিত কাজ। অনুমতি ছাড়া নাম ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সূত্র: রোজনামায়ে খবরিন

rojnama

 


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ