বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫


লাকি কুপন: ইসলাম কী বলে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kuponমুফতি আবু সাঈদ যোবায়ের: লাকি কুপন। পণ্যের কাটতি বাড়ানোর অসাধারণ এক মাধ্যম। ঈদ সহ নানা ব্যবসায়ী মৌসুমে এর ব্যবহার বাড়ে। সাধারনত একটি নির্দিষ্ট মূল্যের পণ্য কিনে একজন ক্রেতা একটি লাকি কুপন লাভ করেন। তারপর সব লাকি কুপন একত্র করে লটারির মাধ্যমে নির্দিষ্ট কিছু কুপনধারীকে পুরস্কৃত করা হয়। এবার দেখা যাক ইসলাম কি বলে।

পুরস্কারের কুপন ছাড়ার কারণে যদি পণ্যের মূল্য বৃদ্ধি করা না হয় কিংবা এর কারণে ক্রেতাদের কোনোরূপ ধোঁকা দেওয়ার অভিপ্রায় না থাকে যথা-নিম্নমানের মাল চালিয়ে দেওয়া ইত্যাদি এবং ক্রেতা শুধু পুরস্কার পাওয়ার উদ্দেশ্যেই ক্রয় করে না থাকে। তাহলে এ ধরনের ব্যবসা প্রতিষ্ঠান থেকে কেনা-বেচা করা এবং লটারিতে বিজয়ী হলে পুরস্কার গ্রহণ করাও জায়েয হবে। এটি মূলত মূল্য ছাড়েরই একটি পদ্ধতি।

উল্লেখ্য, পণ্যের অধিক প্রচারের জন্য এভাবে পুরস্কারের ব্যবস্থা করা পছন্দনীয় নয়; বরং পণ্যের চাহিদা বৃদ্ধির জন্য শরীয়তের দৃষ্টিতে পছন্দনীয় নিয়ম হল, ব্যাপকভাবে মূল্যছাড় দেওয়া কিংবা পূর্বের মূল্য বহাল রেখে পণ্যের পরিমাণ বাড়িয়ে দেওয়া কিংবা পণ্যের গুণগত মান বৃদ্ধি করা ইত্যাদি।

-বুহুস ফী কাযায়া ফিকহিয়্যা মুআছিরাহ ২/২৩২; ফাতাওয়া মুআছিরাহ ২/৪২০

আওয়ার ইসলা টোয়েন্টিফোর ডটকম/আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ