শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


ইতালিতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ২৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

itali_trainআন্তর্জাতিক ডেস্ক : ইতালির দক্ষিণাঞ্চলে যাত্রীবাহী দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৩ আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকালে দক্ষিণাঞ্চলীয় শহর বারি ও বারলেত্তার মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইতালির জাতীয় দৈনিক রিপাবলিকার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সংকেত জটিলতায় ট্রেন দুটি এক লাইনে চলে আসে। দ্রুতগামী হওয়ায় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ এড়ানো যায়নি। এতে দুটি ট্রেনেরই সামনের বেশ কয়েকটি বগি তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর বগিগুলোতে থাকা যাত্রীদের ১২ জন ঘটনাস্থলেই নিহত হন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত একশ আরোহী।

দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী মাতিও রেনজি বলেছেন, ‘এখন আমাদের শোকের সময়, সময় কান্নারও।’ তিনি আরো জানান, এ ঘটনার কারণ খুঁজে না বের করা পর্যন্ত বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে যাবে সরকার।

 /আরআর


সম্পর্কিত খবর