শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


আর স্লো হবে না কম্পিউটার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

prossesor-picপ্রযু্ক্তি ডেস্ক : কম্পিউটারে উচ্চগতির জন্য বিজ্ঞানীরা ১ হাজার কোর প্রসেসরের কম্পিউটার আবিস্কার করেছে বলে জানা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার একদল বিজ্ঞানী তৈরি করেছে এই উচ্চ গতির প্রসেসর। যা প্রতি সেকেন্ডে ১ দশমিক ৭৮ ট্রিলিয়ন গতি নিয়ে কাজ করতে পারবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এই প্রসেসর বাজারে চলে এলে আর স্লো হবে না কম্পিউটার।

দ্রুতগতির এই প্রসেসরে রয়েছে ৬২১ মিলিয়ন ট্রানজিসটর। প্রসেসর আবিস্কার করা দলটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রসেসরের প্রতিটি চিপ প্রতি সেকেন্ডে ১১৫ বিলিয়ন নির্দেশনায় কাজ শেষ করতে পারবে।

প্রসেসরের চিপগুলো ওয়্যারলেস কোডিং এবং ডিকোডিংয়ের কাজে ব্যবহার করা যাবে বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা। ভিডিও প্রসেসিং, অ্যানক্রিপশন এবং বৃহৎ আকারের প্যারালাল প্রসেস করার জন্য এই প্রসেসর অন্যরকম অভিজ্ঞতা দেবে।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর/ওএস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ