শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


ফটিকছড়িতে ওয়ে টু লাইট’র ঈদ বস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Way  to light copyএম কে নুরুদ্দীন : ফটিকছড়িতে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর পথে’র ১৯ তম ইভেন্ট ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।

চারটি ভেন্যুর মধ্য দিয়ে গত সোমবার ৪২৫+ জন সুবিধা বঞ্চিত শিশু/যুবক/বৃদ্ধদের হাতে ঈদ বস্ত্র বিতরণের অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন করেছে ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়নের সাড়া জাগানো স্বেচ্ছাসেবী সংগঠন ওয়ে টু লাইট (আলোর পথে)। সোমবার সারাদিন ১৯নং সমিতিরহাট ইউনিয়ন ও রোসাংগিরী ইউনিয়নের অবহেলিত জনসাধারনকে চারটি ভেন্যুর মাধ্যমে ঈদের নতুন কাপড় বিতরনের মাধ্যমে সংগঠনটি তাদের প্রতিষ্ঠাকালীন এক বছরের মধ্যে ১৯টি ইভেন্ট সফল ভাবে সম্পূর্ণ করেন ।

ইভেন্টটি সংগঠনের সভাপতি মারুফ ইফতেখার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমির ফসাল এর সঞ্চালনায় পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন শেখ আলাউল মোর্শেদ, কে.এম ইরফানুল হক সোহেল, এম আলাউদ্দিন সাজ্জাদ,এম আলী আকবর, এম ফখরুল ইসলাম সাকিব,ইফতেখার টিটু,রবিন,নওশাদ রেজা, রোমান,মিজান,অভি,আনিসুল ইসলাম, সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের উপদেষ্ঠা-সম্পাদক-কর্মীবৃন্দ।

ইভেন্ট-এ সহযোগিতায় ছিলেন জনাব শওকত হাসান, মোঃ বেলাল উদ্দিন, শেখ আলাউল, খুরশেদ চৌং, ফিরোজ আযম, মোহাম্মদ রায়হান রুপু,নঈম উদ্দিন, শেখ সানাউল মোরশেদ পলাশ, জুবায়েত,ডলি জোসনা, মোঃ আমীর, মো : পারভেজ, সফিউল, সাইমন, হান্নান, বেলাল ( ২) , হেলাল, সাইফুল, ফারুক, সরোয়ার, আবদুল হাদি, রুবেল, ইমিতিয়াজ, সোহেল, নাদিয়া, রাব্বি, রাকিব, ইমন, বাবলু, শান্তা, নাদির সহ সংগঠনের কর্মী, ও অন্যান্য শুভানুধ্যায়ীবৃন্দ । উল্লেখ্য সংগঠনটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বিগত ১ বছরে এলাকায় ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ, কিডনী নষ্ট হয়ে যাওয়া মরহুম জমিল চিকিৎসা তহবিল গঠন, ৯ জন গরীব মেয়ের বিবাহে আর্থিক সহায়তা, অগ্নিদুর্গত ৯ পরিবারে সহায়তা, ক্যান্সার আক্রান্ত লোকমান (লেদা) চিকিৎসা তহবিল গঠন, শীতবস্ত্র বিতরণ, ব্লাড ক্যাম্পিং আয়োজন এবং অনলাইন ভিত্তিক ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা করণ, অসহায় মেয়ের বিবাহের সহযোগিতা, শিক্ষা সামগ্রী বিতরন, দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, লাইব্রেরী প্রতিষ্ঠাসহ নানা সামাজিক কর্মকান্ড সম্পাদন করে আসছে।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর/ওএস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ