বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’ মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটিতে সম্পন্ন হলো বিয়াম'র চ্যাপ্টার কমিটি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত জ্যামাইকার আগামীদিনে বিশ্বের মধ্যে অন্যতম স্মার্ট হবে দেশের হজ ব্যবস্থাপনা: ধর্মমন্ত্রী সকালে ইসতিসকার নামাজ আদায়, রাতেই নামল স্বস্তির বৃষ্টি চাঁদ মামার বয়স হয়েছে! চাঁদের বয়স কত?

পথশিশুদের সঙ্গে 'অবাক' এর ঈদ উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

PicsArt_07-07-08.02.11মুহা. মাহবুবুর রহমান : অধিকার বঞ্চিত পথশিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয় তারুণ্যদীপ্ত মানবাধিকার সংস্থা "অধিকার বাস্তবায়ন কমিটি- অবাক"। পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী ঈদের জামাত শেষ করে পথশিশুদের সাথে ঈদ উৎযাপনে নেমে পড়েন অবাকের সর্বস্তরের নেতৃবৃন্দ।

রাজধানীর পল্টন গুলিস্তান, বাইতুল মোকারমসহ দেশের বিভিন্ন স্থানে রাস্তায় থাকা এসব বঞ্চিত মানুষদের আর্থিক সহায়তা করে অবাক। দিনের প্রথম প্রহরে এসব পথশিশুদেরকে ভালো খাবারের ব্যবস্থা করে সংগঠনটি। এসময় পথশিশুদের মুখে ছিলো নির্মল হাসিঁ। তাদের এই হাসিঁতেই যেন আয়োজনের স্বার্থকতার মর্মকথা হিসেবে ফুটে ওঠে।

পরে নেতৃবৃন্দ শিশুদের নিয়ে আনন্দমুখর ক্রিকেট ম্যাচ আয়োজন করে। খেলাধূলার এ আয়োজনে পথশিশুদের মধ্যে ব্যাপক উৎফুল্লতা দেখা যায়। খেলার পরে তাদেরকে নিয়ে বিভিন্ন স্পটে ঘুরতে বের হন নেতৃবৃন্দ।

এ সময় শিশুদের ফুচকা, চটপটি, আখের রস, কেক, শরবত, চিপস ইত্যাদি খাওয়ানো হয়।
ঈদে এসব মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পেরে নিজেদের খুব ভাগ্যবান মনে করছে অবাক নেতৃবৃন্দ।

শেষে এসব শিশুদের আর্থিক অনুদান এবং সবসময় অধিকার বঞ্চিতদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে আয়োজন সমাপ্ত করা হয়। উল্লেখ্য, অবাক চেয়ারম্যান কাযী আখতারুজ্জামান ও সদস্যসচিব এইচএম সানাউল্লাহর নিবিড় তত্ত্বাবধানে প্রোগ্রামটি পরিচালনা করেন অর্থসচিব শেখ মুহাম্মাহ মাহবুবুর রহমান।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর/ওএস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ