শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


গুলশানে হামলায় খালেদার বিবৃতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khaleda3ঢাকা : গুলশানের রেষ্টুরেন্টে সহিংস পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেই সঙ্গে এ পরিস্থিতিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

শুক্রবার দিবাগত রাতে পাঠানো বিবৃতিতে এ দাবি করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘দেশ একটি গভীর সংকটকাল অতিক্রম করছে। আজকে (গতকাল) সন্ধ্যার ঘটনা সেই গভীর সংকটেরই বহি:প্রকাশ।’

বিবৃতিতে বলা হয়, ‘এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য দলমত নির্বিশেষে সকলকে নিয়ে উদ্যোগ গ্রহণ করার জন্য সরকারের প্রতি বিএনপি আহবান জানাচ্ছে। যেসব বিদেশীদের জিম্মি করা হয়েছে তাদেরকে নিরাপদে মুক্ত করার জন্য সরকার সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করবেন বলে বিএনপি আশা রাখে।’

বিবৃতিতে বলা হয়, ‘গুলশানের এলাকাবাসী এবং অত্র এলাকার বাসিন্দা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করার জন্য সরকারের প্রতি বিএনপি আহবান জানাচ্ছে। অত্র এলাকায় বসবাসরত বিদেশী কুটনীতিকদের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দ্রুত সময়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলবে বিএনপি আশা রাখে। আইন শৃঙ্খলা বাহিনী সাহস ও দৃঢ় প্রত্যয় সহকারে পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হবে বলেও বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে। জিম্মিদের মুক্ত করতে যেসকল পুলিশ সদস্য নিহত হয়েছেন বিএনপি তাদের আত্মার মাগফিরাত কামনা এবং তাদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। আহতের আশু সুস্থতা কামনা করছে।

বিবৃতিতে আরো বলা হয়, ‘বিএনপি আরো দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, এই সহিংস ঘটনায় জড়িত দুস্কৃতিকারিদের দ্রুত সময়ের মধ্যে আটক করতে আইন প্রয়োগকারী সংস্থা সক্ষম হবে।’

/আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ