বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


ওয়েবসাইটে ভোগান্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

befaqbdআওয়ার ইসলাম ডেস্ক : আজ বুধবার বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) ৩৯ তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ হওয়ার কথা। গতকাল বেফাকের মহাসচিব মাওলানা আব্দুল জাব্বার জাহানাবাদী স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে তথ্যটি জানানো হয়েছে।

তথ্যটি মিডিয়ায় প্রকাশ হলে অনেক শিক্ষার্থীই বেফাকের ওয়েব সাইট (www.wifaqbd.org) ভিজিট করেছেন। তবে অধিকাংশ জনকেই বিফল হতে হয়েছে। কারণ অনেক চেষ্টা করেও কোনোভাবেই ওয়েব সাইটে ঢোকা যাচ্ছিল না। এ নিয়ে গতকাল দুপুর থেকেই স্যোশাল মিডিয়ায় শিক্ষার্থীরা নানারকম স্ট্যাটাস দিয়েছেন।

৩৯ তম কেন্দ্রীয় পরীক্ষার তথ্য জানতে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমও গতকাল দুপুর থেকে একাধিকবার ভিজিট করার চেষ্টা করেছে। কিন্তু অনেক চেষ্টার পরও কোনোভাবেই সাইটে প্রবেশ করা সম্ভব হয়নি। বারবারই ‘দিস সাইট ক্যাননট বি রিসড’ দেখাচ্ছে।

কেন্দ্রীয় পরীক্ষার আগে ওয়েব সাইটের এমন ত্রুটি বিভ্রান্তিতে ফেলেছে অনেককে। ব্যক্তিগতভাবে আওয়ার ইসলামের কাছে অনেক শিক্ষার্থীও বিষয়টি নিয়ে তাদের বিরুপ প্রতিক্রিয়ার কথা জানিয়েছেন।

রেজাল্ট সংক্রান্ত সাইটগুলো ফল প্রকাশের পর থেকে একসঙ্গে অধিক মানুষ সাইট ভিজিটের কারণে অনেক সময় সাময়িক সমস্যা দেখা দেয়। তবে ফল প্রকাশের আগেই সাইট বিকল হওয়ার ঘটনা বিরল।

এ ব্যাপারে বেফাকের দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি অস্বীকার করে বলেছেন, সাইটে ভিজিট করা যায়। তারা কোনো রকম সমস্যা দেখছেন না।

উল্লেখ্য, বেফাকের ওয়েব সাইট নিয়ে সমস্যা পুরনো। এর আগে (befaqbd.com) নামের ডোমেইন বাৎসরিক রিনিউ না করার কারণে হাতছাড়া হয়ে যায়।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ