বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


জরিপ : মেসিই আর্জেন্টিনার সর্বকালের সেরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mesi2শামীম হোসেন : আর্জেন্টিনার সর্বকালের সেরা ফুটবলার কে, দিয়েগো ম্যারাডোনা নাকি লিওনেল মেসি? এই প্রশ্নের উত্তর খুঁজতে ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট গোলডটকম পাঠকদের নিয়ে ভোটের আয়োজন করেছিল। সেই ভোটের ফল এক রকম অবাক করার মতো!

ভোটে অংশগ্রহণকারী পাঠকদের সিংহভাগই লিওনেল মেসিকে বেছে নিয়েছেন। আর সেই সুবাদে ম্যারাডোনাকে পেছনে ফেলে আর্জেন্টিনার সর্বকালের সেরা ফুটবলারের খেতাব পেয়েছেন এই ফুটবল যাদুকর মেসি।

ভোটে অংশগ্রহণকারীদের ৮১ শতাংশ পাঠক মেসিকে বেছে নিয়েছেন। বিশেষ করে যু্ক্তরাষ্ট্র ও গ্রেট বৃটেনের বেশির ভাগ পাঠক মেসির পক্ষে ভোট দিয়েছেন।

তবে চিলির বেশিরভাগ পাঠক ১৯৮৬ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ক ম্যারাডোনাকেই সেরা হিসেবে বেছে নিয়েছেন। দেশটির ৬৫ শতাংশ ভোট পেয়েছেন ম্যারাডোনা। আর পাঁচবার ব্যালন ডি’অর জয়ী মেসি পেয়েছেন ৩৫ শতাংশ ভোট।

মজার বিষয় হচ্ছে, এই ভোটে পাঠকদের বয়স খুব অল্প প্রভাব বিস্তার করেছে। যাঁরা সরাসরি ম্যারাডোনার খেলা দেখেছেন, তাঁরাই তাঁকে ভোট দিয়েছেন। অন্যথায় সব ভোট মেসির নামের পাশেই জমা পড়তো।

এর আগে গত ২৭ জুন শতবর্ষী কোপা আমেরিকার ফাইনালে টাইব্রেকারে চিলির কাছে হেরে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। ওই ম্যাচের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন লিওনেল মেসি।

মেসিকে আবারো বিশ্ব ফুটবলে ফিরতে আহ্বান জানিয়েছেন দেশটির কিংবদিন্ত দিয়েগো ম্যারডোনা। এমনকি ফোন করেছেন দেশটির প্রেসিডেন্ট মাউরিসিও ম্যাকরিও। সমবেদনা জানাচ্ছেন জাতীয় দলের ও ক্লাবের সতীর্থরা। মেসি তাঁর সিদ্ধান্ত বদলে আবারো ফুটবলে ফিরবেন এমন আশাই সতীর্থদের।

শুধু তাই নয়, প্রিয় তারকার মান ভাঙাতে বুয়েন্স আইরেসের রাস্তায় বিশাল র‌্যালির আয়োজন করছেন তাঁর লাখো সমর্থক। গোটা ফুটবল বিশ্বের কোটি কোটি ভক্ত আজ মেসির ফেরার অপেক্ষায়।

/আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ