শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


চাদের শরনার্থীদের বিশুদ্ধ পানি ও খাদ্য দেবে তুরস্ক 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

cadওয়ালি খান রাজু : তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে পশ্চিম আফ্রিকার দেশ চাদে অবস্থানরত শরণার্থী এবং গ্রীষ্মের খরায় আক্রান্ত ১১০০০ পরিবারকে এই পবিত্র মাহে রমজানে বিশুদ্ধ পানি এবং খাদ্য সরবরাহ করবে।

তুরস্কের দূর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা বিভাগ (AFAD) এক বিবৃতিতে জানায়, মধ্য আফ্রিকার দেশ চাদ এক কঠিন সময় পার করেছে। বোকো হারামের ভয়ে পালিয়ে আসা শরনার্থীদের চাপ আর গ্রীষ্মের খরায় আক্রান্তদের নিয়ে চাদ বিপাকে আছে আর তুরস্ক সবসময়ের মত চাদের সাথে ছিল, আছে এবং থাকবে।

তুরস্কের দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, তুরস্ক চাদকে ১ মিলিয়ন লিরা সাহায্য প্রদান করবে এবং ১১০০০ পরিবারের প্রতি পরিবারকে প্রয়োজনীয় চাল, আটা, পাস্তা তেল, চিনি প্রদান করবে

উল্লেখ্য, তুরস্ক আন্তর্জাতিক মানবিক সাহায্য প্রদানে বিশ্বে তৃতীয় স্থানে আছে।
অন্যদিকে UNHCR এর মতে মধ্য আফ্রিকার দেশ চাদ আফ্রিকার বিভিন্ন দেশ থেকে বোকো হারামের ভয়ে পালিয়ে আসা রেকর্ড সংখ্যক শরণার্থী আশ্রয় দিচ্ছে। শুধু মাত্র সুদানেরই রয়েছে ৩ লক্ষ ৫০ হাজার শরণার্থী এছাড়া মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র থেকে ৯০ হাজার এবং নাইজেরিয়া থেকে ১২ হাজার শরণার্থীকে আশ্রয় দিয়েছে চাদ। সূত্র : ওয়ার্ল্ড বুলেটিন

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর /ওএস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ