বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


‘ব্যবসায়ীদের সিন্ডিকেটে বানিজ্য মন্ত্রণালয় জড়িত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

7179f9de-7034-4ac9-8e0c-3dd5dce1f059স্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, রমজান মাসে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বেড়ে গেছে। অতীতে সাধারণ মানুষের জন্য টিসিবির ট্রাকে কম মূল্যে জিনিসপত্র সরবরাহ করলেও এবার তা দেখা যাচ্ছে না। এতে মানুষ ধারণা করছে ব্যবসায়ীদের সিন্ডিকেটের সাথে বানিজ্য মন্ত্রণালয় জড়িত। তাই অবিলম্বে জিনিসপত্রের দাম কমাতে সরকারকে দ্রুত দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি আরো বলেন, রমজান মাসেই মানুষের চলার দিক নির্দেশিকা হিসেবে অবতীর্ণ হয়েছে মহাগ্রন্থ আল কুরআন। প্রতি বছর রমজান এসে উম্মাহকে স্মরণ করিয়ে দেয় যে, তাকওয়া ভিত্তিক সমাজ ছাড়া মানুষ মুক্তি পেতে পারে না।

তিনি আরও বলেন, এমনিতেই নৈতিকতা বিবর্জিত শিক্ষা ব্যবস্থার কারণে দিন দিন সমাজের ভারসাম্য ভেঙ্গে পড়ছে। হত্যা, সন্ত্রাসসহ নানামুখী অপকর্ম সমাজকে ধ্বংসের ধারপ্রান্তে নিয়ে যাচ্ছে। সুতরাং প্রস্তাবিত শিক্ষা আইন ২০১৬ ও শিরক এবং কুফরীপূর্ণ পাঠ্যসূচী বাতিল করে সর্বক্ষেত্রে আল্লাহমুখী শিক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক করতে হবে।

গতকাল বিকেলে মজলিস মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহানগর সহ-সভাপতি হফেজ শহীদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক মূসার পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন দলের যুগ্ন-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা কোরবান আলী, বায়তুলমাল সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমীন,ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগরীরর সভাপতি মাওলানা মুজিবুর রহমান হামিদী, ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার ও অফিস সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুহাম্মদ সাবুদ্দীন, মহানগর সহ-সভাপতি মাওলানা নেয়ামতুল্লাহ, মুহাম্মদ ফয়জুল গণি, সহ-সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন ইউসূফ, মাওলানা সানা উল্লাহ, মাওলানা আতিক উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা নুর মোহাম্মদ আজিজী, ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ হারুনুর রশীদ, মহানগর বায়তুলমাল সম্পাদক মাওলানা আসাদুল্লাহ সাদী, প্রচার সম্পাদক মুহাম্মদ রেজওয়ান হোসাইন, সহ-প্রচার সম্পাদক মাওলানা আমানুল্লাহ প্রমূখ।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ