রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

বৃক্ষরোপণে শুভযাত্রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন রাইয়ান : সারাদিন রোদ ছিল। রোদের তাপে সেদ্ধ ছিল শরীর। রাস্তায় ছিল পুরনো জ্যাম। সবকিছুই উপেক্ষিত হলো। অনুষ্ঠান শুরু হবে ৪টায়। কিংবা তারও একটু পর। বাংলাদেশে যেমনটা হয়। কিন্তু তিনটা ৪৫ মিনিটেই চলে এলেন প্রধান অতিথি। র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। সভাপতি, পার্বত্য বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান। অথচ তার জন্য প্রতীক্ষাও শুরু হয়নি তখনও। অর্ডিয়েন্সও অর্ধেক খালি। আয়োজকদের কপালের ভাঁজ পড়তে শুরু করেছিল।

কিন্তু না- ঘড়ির কাটা চারটে ছুঁই ছুঁই করতেই হলভর্তি লোক। ততক্ষণে অন্যান্য অতিথিরাও চলে এসেছেন। কবি আসাদ চৌধুরী, মুহাম্মদ যাইনুল আবিদীন, কবি মহিউদ্দীন আকবর। যথা সময়ে শুরু হলো অনুষ্ঠান। শুরুতেই বৃক্ষরোপণ। সবুজ পৃথিবীর প্রত্যাশায় পাবলিক লাইব্রেরির সামনে দুটি গাছ লাগানো হলো। যেন সযতনে স্বপ্ন বুনল আওয়ার ইসলাম।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হলো অনুষ্ঠান। আবু সাঈদ যোবায়ের এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখলেন, জনাব র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, কবি আসাদ চৌধুরী, ইসলামিourislam24lক ফাউন্ডেশন এর উপ পরিচালক ড. মাওলানা মুশতাক আহমদ, বিশিষ্ট নজরুল গবেষক মহিউদ্দিন আকবর, সেন্ট্রাল শরিয়া বোর্ড অব ইসলামিক ব্যাংকস বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল এ কিউ এম সফিউল্লাহ আরিফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, লেখক কলামিস্ট ও মুহাদ্দিস মুহাম্মদ যাইনুল আবিদীন, জামিয়া রাহমানিয়া সাত মসজিদ মুহাম্মদপুরের প্রিন্সিপাল মুফতি মাহফুজুল হক, ইসলামিক ফিকাহ একাডেমি’র সেক্রেটারি জেনারেল মুফতি আমিমুল ইহসান, ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকমের যুগ্ম সহকারী সম্পাদক জহির উদ্দিন বাবর, আজ টোয়েন্টিফোর ডটকমের সহ সম্পাদক মাসউদুল কাদির, প্রিয় ইসলাম প্রিয় ডটকমের এডিটর ইনচার্জ মাওলানা মিরাজ রহমান প্রমুখ।

প্রধান অতিথি র আ ম উবায়দুল মোকতাদির বলেন, বৃক্ষরোপাণের মাধ্যমে যাত্রা শুরু করলো আওয়ার ইসলাম। একটি সুন্দর চিন্তা এবং সময়োপযোগী উদ্যোগ। আওয়ার ইসলাম এভাবে ইসলামকে সুন্দরভাবে তুলে ধরবে। বাড়িয়ে নয় কমিয়েও নয়। ইসলাম যা বলে তার শুদ্ধটা বলবে। এখান থেকে যেন কেউ উস্কানি না পায় সেদিকে লক্ষ রাখতে হবে।

সবুজ পৃথিবী গড়ার লক্ষে বৃক্ষরোপণের এই কর্মসূচিতে একযোগে অংশ নিয়েছে দেশের ৬৪ জেলার প্রতিনিধিরা। নিজ নিজ এলাকায় বৃক্ষরোপণের মাধ্যমে এক ঐতিহাসিক পথযাত্রার সঙ্গী হয়েছে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন বলেন, আজকাল মাদরাসায় শুধু কুরআন হাদিসের পাঠই দেয়া হয় না, পৃথিবীর সব বিষয়ের মৌলিক পাঠ দেয়া হয় এবং এ সংক্রান্ত পর্যাপ্ত বই পুস্তকও মাদরাসার লাইব্রেরিতে সংরক্ষিত থাকে।

ourislam24

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক হুমায়ুন আইয়ুব। অনুষ্ঠানের সভাপতি ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক ড. মাওলানা মুশতাক আহমদ বলেন, একটি সুন্দর বরকতময় দিনে শুরু হলো আওয়ার ইসলাম। সবার সহযোগিতা পেলে এটিকে এগিয়ে নেয়া সময়ের ব্যাপার।

সবুজ পৃথিবী গড়ার লক্ষে বৃক্ষরোপণের এই কর্মসূচিতে একযোগে অংশ নিয়েছে দেশের ৬৪ জেলার প্রতিনিধিরা। নিজ নিজ এলাকায় বৃক্ষরোপণের মাধ্যমে এক ঐতিহাসিক পথযাত্রার সঙ্গী হয়েছে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম / এইচএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ