বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ।। ২২ মাঘ ১৪৩১ ।। ৬ শাবান ১৪৪৬


শপিংমলসহ চট্টগ্রামে হেলে পড়েছে বেশ কয়েকটি ভবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শক্তিশালী ভূমিকম্পে বন্দরনগরী চট্টগ্রামে বেশ কয়েকটি ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে তিনটি ভবন হেলে পড়ার কথা নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের লিডার বিশু কুমার দাশ বাংলামেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে বন্দরনগরী চট্টগ্রামসহ সারাদেশে তীব্র ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৯। ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের মাওলাইকে। ভূমিকম্পে গভীরতা ছিল ১৩৫ কিলোমিটার। আনুমানিক স্থায়ীত্বকাল ছিল ১ মিনিটের মতো।


সম্পর্কিত খবর