শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


'সিন্ডিকেটদের হাত থেকে বস্তিবাসীদের মুক্তি দিয়ে সম্মানজনক পূণর্বাসন করব'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত মেয়রপ্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, নির্বাচনের তারিখ বিভ্রান্তি থেকেই বুঝা যায়, নির্বাচন কমিশন সিটি নির্বাচন নিয়ে সিরিয়াস নয়।

আজ রোববার সকালে রাজধানীর মোহাম্মদপুরে গণসংযোগকালে বিভিন্ন পথসভায় তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, দুর্নীতি ও অস্বচ্ছতা উনয়নের পথে অন্তরায়। আমরা নির্বাচিত হলে সিটি কর্পোরেশনের কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক সম্পৃক্ততা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।

বস্তিবাসীদের দুর্দশার কথা উল্লেখ করে তিনি বলেন, ঢাকা সিটি কর্পোরেশনে ৩ হাজার ৩৯৪টি বস্তি আছে। এ বস্তিবাসীরা মানবেতর জীবনযাপন করে। পদে পদে ক্ষমতাসীন নেতাদের টাকা দিতে হচ্ছে। কিন্তু এই টাকা সিটি কর্পোরেশন পায় না। শুধু কড়াইল, ভাষানটেক ও চলন্তিকা বস্তিকে ঘিরে ২৪ টি সিন্ডিকেট গড়ে উঠেছে। এরা মাসে ৩ কোটি টাকা আয় করে। আমরা এ সকল সিন্ডিকেটবাজদের হাত থেকে বস্তিবাসীকে মুক্ত করে তাদের সম্মানজনক পুনর্বাসন এবং নাগরিক সুবিধা ও মানবিক সেবা নিশ্চিত করবো ইনশাআল্লাহ।

এছাড়াও গণসংযোগকালে উপস্থিত ছিলেন- ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সদস্য মাওলানা কাওছারুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর সভাপতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক, যুবনেতা মুফতি শরিফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মোহাম্মদপুর থানার নেতা জাহাঙ্গীর আলমসহ ঢাকা মহানগর উত্তর ও মোহাম্মাদপুর থানা নেতাকর্মীরা।

মোহাম্মদপুরে গণসংযোগকালে রাহমানিয়া মাদরাসায় বাংলাদেশের প্রবীণ ও বর্ষিয়ান আলেম শায়খুল হাদিস মাওলানা হিফজুর রহমান এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা মামুনুল হকের সাথে সাক্ষাৎ করে দোয়া নেন শেখ ফজলে বারী মাসউদ।

উল্লেখ্য, আগামীকাল সোমবার সকাল দশটায় উত্তরখান ও বিকেল ৪টায় দক্ষিণখান থানায় গণসংযোগ করবেন মেয়রপ্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

-এএ


সম্পর্কিত খবর