শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


ঢাকা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে: শেখ ফজলে বারী মাসউদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

শুক্রবার (৬ ডিসেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি মন্তব্য করেছেন।

মাওলানা শেখ ফজলে বারী মাসউদ িবলেন, মশার যন্ত্রণা ও ধুলোর রাজত্বে চরম অতিষ্ঠ নগরবাসী। ঢাকা এখন বিশ্বের সবচেয়ে দূষিত বায়ূর শহর। নগরের স্বাস্থ্যসেবা ভেঙ্গে পড়েছে। সিন্ডিকেটের ময়লা বাণিজ্যের নিকট যিম্মি নগরবাসী। শিশুদের মননশীলতার বিকাশে পর্যাপ্ত খেলার মাঠ নেই। নারীদের সম্মানজনকভাবে চলার নিরাপদ পরিবেশ নেই।

তিনি বলেন, সব মিলিয়ে ঢাকা আজ বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এ অবস্থার পরিবর্তনে নগরবাসীকে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে। সিটি নির্বাচনে মেয়র থেকে কাউন্সিল পর্যন্ত জনদরদী, দক্ষ ও খোদাভীরু নেতৃত্ব নির্বাচিত করতে হবে।

তিনি আরও বলেন, আমাদের পরিবেশ ও শহরকে আমাদেরই গড়তে হবে। ঢাকাকে নিরাপদ ও বাসযোগ্য করে গড়ে তুলতে হবে।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নগর উত্তর সহ-সভাপতি আনোয়ার হোসেন, জয়েন্ট সেক্রেটারী নুরুল ইসলাম নাঈম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. মুরাদ হোসেন, গিয়াস উদ্দীন, ডা. মুজিবুর রহমান, মুহা. খলিলুর রহমান, এ্যাড. হানিফ মিঁয়া, গিয়াস উদ্দীন, শরীফুল ইসলাম, আলা উদ্দীন প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর