বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
‘মানতিক; যুগের চাহিদার সাথে মিলে না’ এ ধরেণের কথা অযৌক্তিক: মুফতি হিফজুর রহমান দাওরায়ে হাদিসের ফলাফল নজরে সানীর আবেদনের সময় বাকি ৩ দিন  বৃষ্টি প্রার্থনায় জামিয়াতুল আবরার রাহমানিয়ায় ‘সালাতুল ইস্তিসকা’  আদায় হাসপাতালে সৌদি বাদশাহ সালমান সোস্যাল মিডিয়ায় প্রচারিত পাঠ্য তালিকার সাথে বেফাকের পাঠ্য তালিকার সম্পর্ক নেই: বেফাক সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’

ট্রলারসহ ১৭ বাংলাদেশি জেলেকে ফেরত দিল মিয়ানমার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাগরে মাছ শিকারে গিয়ে মিয়ানমার নৌবাহিনীর হাতে আটক ১৭ জেলেকে বাংলাদেশের কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ওই জেলেদের ফেরত দেয়া হয়েছে বলে নিশ্চত করেছেন কোস্ট গার্ডের কমান্ডার মেজবাহ উদ্দিন।

তিনি বলেন, সরকারের প্রচেষ্টায় মিয়ানমার থেকে ফিশিং ট্রলারসহ ১৭ বাংলাদেশি জেলেকে ফেরত আনা সম্ভব হয়েছে। এই প্রথম নাফনদীর মাঝখানে দুই দেশের আলোচানায় কোস্ট গার্ডের মাধ্যমে কোনো বাংলাদেশিকে ফেরত আনা হলো।

উদ্ধার হওয়া বাংলাদেশি জেলেরা হলেন- ভোলা জেলা সদরের চুন্নাবাদ এলাকার জাকির হোসাইন (৪৪), একই জেলার চরফ্যাশন উপজেলার নোরাবাদ এলাকার আবুল কালাম (৫৬), গোলদার হাট এলাকার কামাল সওদাগর (৪৯), উত্তর মাদ্রাজ এলাকার নুরুল ইসলাম (৫৯), নীলকমল এলাকার মোতাহার (৫৫), একই এলাকার বেলাল হোছাইন (২৭), মুহা. ফারুক (৪৩), মুহা. ছলিম (৪০), চরফ্যাশন সদরের মো. জসিম (৫১), চরফ্যাশন পৌর এলাকার আবুল কালাম (৫৭)।

একই এলাকার মুহা. নেছার (৪৬), দৌলতখান উপজেলার কলাখোপা এলাকার মুহা. আলামীন (১৯), চরখলিফা এলাকার মুহা. জহিরুল ইসলাম (২৯), চট্টগ্রামের পটিয়া উপজেলার মুহা. শাহ আলম (৬১), একই উপজেলার শোভনদন্দী এলাকার মুহা. জসিম (৩৩), মুন্সীগঞ্জের টঙ্গী বাড়ি উপজেলার আবু সায়েদ (৩৬) ও ঝালকাঠি রাজাপুর উপজেলার মুহা. নুরুজ্জামান (৪৬)।

কোস্ট গার্ড জানায়, গত ৪ ডিসেম্বর রাতে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণে মিয়ানমারের রাখাইন রাজ্যের রাথিডং উপকূলের মাইও নদীর মোহনায় ইঞ্জিন বিকল হয়ে ১৭ জেলেসহ বাংলাদেশি একটি ফিশিং বোট মিয়ানমারের সমুদ্রসীমায় ঢুকে পড়ে। এরপর ট্রলারসহ জেলেদের আটক করে নিয়ে যায় দেশটির নৌবাহিনীর সদস্যরা।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ