বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ।। ৩ বৈশাখ ১৪৩১ ।। ৮ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
উপজেলা নির্বাচন নিয়ে ইসির নতুন নির্দেশনা ইরান সার্বভৌমত্ব রক্ষা করে পরিস্থিতি সামাল দিতে সক্ষম: চীন বান্দরবানে দুর্গম পাহাড়ে অভিযানে কুকি-চিনের ৯ সদস্য গ্রেফতার আজমিরীগঞ্জে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কমিটি গঠন উদীচীর কর্মকাণ্ডে আইনশৃঙ্খলা বাহিনী বিব্রত: ডিএমপি অনলাইন নিউজ পোর্টালের বিজ্ঞাপন নীতিমালা শিগগিরই বাস্তবায়ন : তথ্য প্রতিমন্ত্রী ইরানের হামলা ঠেকাতে ইসরায়েলকে সহায়তা করা নিয়ে যা বলছে সৌদি মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী পালিয়ে বাংলাদেশে শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে যোগদান করলেন মুফতি মকবুল হোসাইন কাসেমী খুলনায় ইসলামী ছাত্র আন্দোলন নেতার হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ঘুর্ণিঝড় বুলবুলে ২শ ৬৩ কোটি ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি: কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ২শ ৬৩ কোটি ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তবে এর প্রভাব  বাজারে পড়বে না বলে মনে করেন তিনি।

মঙ্গলবার ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশব্যাপী বিভিন্ন ফসলি জমি আক্রান্ত ও সম্ভাব্য ক্ষয়ক্ষতির প্রতিবেদন উপলক্ষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ৯ থেকে ১০ নভেম্বর পর্যন্ত ১৬টি জেলার ১০৩টি উপজেলায় রোপা আমন, শীতকালীন শাক সবজি, সরিষা, খেসারি, মসুর ও পান ফসলের ক্ষতির প্রাথমিক তথ্য পাওয়া গেছে। আবাদকৃত ফসল জমির পরিমাণ ২০ লাখ ৮৩ হাজার ৮শ ৬৮ হেক্টর। এর মধ্যে ২ লাখ ৮৯ হাজার ০০৬ হেক্টর জমির আবাদকৃত ফসলের ক্ষতি হয়েছে।

এসময় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষির সরকার, কৃষকের সরকার। বর্তমান সরকার কৃষকের পাশে সবসময় ছিল এবং থাকবে। কৃষিকে একটি টেকসই ভিতের ওপর দাঁড় করাতে সরকার অঙ্গিকারাবদ্ধ। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য বর্ধিত প্রণোদনা কর্মসূচির প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অর্থ পেলেই অতিদ্রুত প্রণোদনা বাস্তবায়নের পদক্ষেপ নেয়া হবে।

‘বুলবুলে' ১৬টি জেলার ১০৩টি উপজেলা আক্রান্ত হয়। আক্রান্ত জেলাগুলো হলো- খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর,’ যোগ করেন কৃষিমন্ত্রী।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ