বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫


স্মরণকালের ভয়াবহ বিক্ষোভে উত্তাল হংকং

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের কমিউনিস্ট শাসন ব্যবস্থার প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে স্মরণকালের ভয়াবহ রূপ নিয়েছে হংকংয়ের বিক্ষোভ কর্মসূচি। এমন মন্তব্য করেছেন হংকংয়ের পুলিশ প্রধান।

গতকাল মঙ্গলবার এক সহপাঠি গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে আজ বুধবার রাজপথে নামে শিক্ষার্থীরা। আটক ৯৬ জনের বিচার শুনানির সময় হংকংয়ের কোর্ট ভবনের বাইরেও বিক্ষোভ করেছে তারা।

নিরাপত্তা বাহিনীর হুমকি উপেক্ষা করেই, মঙ্গলবার রাজপথে নামে গণতন্ত্রপন্থিরা। হংকংয়ের ১৮টি জেলার প্রায় সবকটিতে এ বিক্ষোভে অংশ নেয় হাজারো মানুষ।

এ সময় স্বৈরশাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি জানায় তারা। তবে, মুহুর্তেই বিক্ষোভ কর্মসূচি রূপ নেয় সংঘর্ষে।

খুব কাছ থেকে ছোঁড়া গুলিতে গুরুতর আহত হন ১৮ বছরের এক শিক্ষার্থী। পুলিশের দাবি, বিক্ষোভ দমনে গুলি চালাতে বাধ্য হন তারা। তবে, পুলিশের এমন আচরণের তীব্র সমালোচনা করে একে আইন বহির্ভূত বলছে বিক্ষোভকারীরা।

দাঙ্গা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে আহত হয়েছে শতাধিক। এ সময় আটক হয় দেড় শতাধিক গণতন্ত্রকামীকে। হংকংয়ের চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাপান। শান্তিপূর্ণ সমাধান খুঁজতে বিবাদমান পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে আবে সরকার।

বিতর্কিত বন্দি প্রত্যর্পণ বিল বাতিলের দাবিতে গত জুনে শুরু হয় বিক্ষোভ। টানা বিক্ষোভ-সংঘর্ষে এক সময় বিল বাতিল করেন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম। তারপরও থামেনি আন্দোলন।

বাকি চার দফা দাবি আদায়ে প্রতিদিনই বিক্ষোভ জোরদার করছে গণতন্ত্রপন্থিরা। সময়ের সঙ্গে আন্দোলন রূপ নিয়েছে হংকংয়ের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ