বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
‘মানতিক; যুগের চাহিদার সাথে মিলে না’ এ ধরেণের কথা অযৌক্তিক: মুফতি হিফজুর রহমান দাওরায়ে হাদিসের ফলাফল নজরে সানীর আবেদনের সময় বাকি ৩ দিন  বৃষ্টি প্রার্থনায় জামিয়াতুল আবরার রাহমানিয়ায় ‘সালাতুল ইস্তিসকা’  আদায় হাসপাতালে সৌদি বাদশাহ সালমান সোস্যাল মিডিয়ায় প্রচারিত পাঠ্য তালিকার সাথে বেফাকের পাঠ্য তালিকার সম্পর্ক নেই: বেফাক সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’

ঢাবিতে ইসলামি রাজনীতি নিষিদ্ধ 'বেইআনি সিদ্ধান্ত', দাবি নেজামে ইসলাম পার্টির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মু. আতাউর রহমান আলমপুরী: মুসলমানদের কল্যাণে প্রতিষ্ঠিত পাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু’র) সভায় বিশ্ববিদ্যালয়ে ধর্মভিত্তিক ছাত্র সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের এক জরুরী অধিবেশনে নেতৃবৃন্দ এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

রাজধানীর পুরানা পল্টনস্থ নেজামে ইসলাম পার্টীর কেন্দ্রীয় অফিসে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পিছনে সবচেয়ে বেশি অবদান রেখেছেন নবাব সলিমুল্লাহ। তার দান করা জায়গার ওপরই প্রতিষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। নবাব সলিমুল্লাহ ছিলেন হাকিমুল উম্মাত হজরত মাাওলানা আশরাফ আলী থানভী রহ. এর মুরীদ। তিনি হজরত থানভীর পরামর্শেই সকল কার্যক্রম পরিচালনা করতেন।

তারা বলেন, নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন এ অঞ্চলে মুসলিম জনগোষ্ঠীর শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে। অথচ সেই ঢাকা বিশ্ববিদ্যালয়েই ধর্মবিরোধী তথা মুসলমানদের স্বার্থবিরোধী এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

বক্তারা আরো বলেন, এ ধরণের অতি উৎসাহি কর্মকান্ডের পেছনে সুদুরপ্রসারী কোনো ষড়যন্ত্র রয়েছে। দেশ থেকে ইসলাম ও ইসলামী রাজনীতিকে নির্মূল করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। ডাকসু’র এ ধরণের সিদ্ধান্ত বেআইনী। দেশের সংবিধানে সকল নাগরিককে মত প্রকাশ ও সংগঠন করার অধিকার দিয়েছে।

বক্তারা বলেন, ডাকসু দেশের নাগরিকদের সেই সাংবিধানিক অধিকার কেড়ে নিতে পারে না। কারণ ঢাকা বিশ্বিবিদ্যালয় কোন বিচ্ছিন্ন জনপদ নয়। বিভিন্ন ঐতিহাসিক আন্দোলন সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রয়েছে প্রসংশনীয় ও ঐতিহাসিক ভূমিকা। ডাকসু’র এ ধরণের গণবিরোধী সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যকে ম্লান করে দিবে।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা সরওয়ার কামাল আজিজীর সভাপতিত্বে অধিবেশনে আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম ওমরগনি কলেজের সাবেক প্রভাষক, মাওলানা ড. আ.ফ.ম খালিদ হোসাইন, মাাওলানা ফজলুর রহমান, মাওলানা আব্দুল মাজেদ আতহারী, মুফতী মোহাম্মদ আলী, মাওলানা মুসা বিন ইজহার, মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদী, মাওলানা ইলিয়াস খান হাফেজ, মাওলানা আবু তাহের খান, মাাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সৈয়দ এ কে এম কামরুল বারী, আনওয়ারুল কবীর, মুফতী দ্বীনে আলম হারুনী, মাওলানা মঞ্জুরুল কাদের চৌধুরী, মাওলানা মাতলুবুর রহমান, মাওলানা ক্বারী ফজলুল করীম জেহাদী, মাওলানা এরশাদ বিন জালাল,প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ