মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


ঢাকায় আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়তের বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টায় তাহাফফুজে খতমে নবুওয়তের খিলগাঁওয়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে আল্লামা নুরুল ইসলাম বলেন, অচিরেই সারাদেশে কমিটি গঠন সম্পন্ন করে জেলায় জেলায় কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে মহা সম্মেলন করব। সম্মেলনের মাধ্যমে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম-সংখ্যালুঘু ঘোষণার দাবি আদায় করে ছাড়বো।

সভায় সংগঠনের সভাপতি আল্লামা শাহ আহমদ শফীর পরামর্শ অনুযায়ী আগামী সপ্তাহে কাশ্মীরে ভারতীয় আগ্রাসন ও মুসলমানদের উপর জুলুম নির্যাতন বন্ধ, কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে ঢাকায় মানববন্ধন, আগামী দুই মাসে ঢাকার অবশিষ্ট জোন কমিটি ও সারাদেশের সকল জেলা কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সেক্রেটারি জেনারেল আল্লামা নুরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন রব্বানী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকি (ছারছিনার পীর), মাওলানা আব্দুল কাইউম সুবহানী, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা ইউনুস ঢালী, মাওলানা রাশেদ বিন নুর, মাওলানা আশিকুল্লাহ, মাওলানা মাসুদ আহমদ, মাওলানা মাহবুবুল্লাহ।

সভায় নেত্রকোনা জেলার উলামা ও তাওহিদি জনতার একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। তারা নেত্রকোনায় কাদিয়ানীদের উপাসনালয় নির্মান ও তাদের ঈমান বিধ্বংসী অপতৎপরতার বিরুদ্ধে তাদের কাজ সম্পর্কে কেন্দ্রীয় কমিটিকে অবহিত করেন।

কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের আলোচনা শুনে তাদের কাজের প্রশংসা করেন এবং বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। পরে মাওলানা তাহের কাসেমীকে আহ্বায়ক ও মাওলানা মফিজুল ইসলামকে সদস্যসচিব করে ১৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন করেন।

নেত্রকোনা থেকে আগত প্রতিনিধিদলে ছিলেন মাওলানা মফিজুল ইসলাম খতিব আটপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ নেত্রকোনা, মাওলানা ইউনুস সিনিয়ার শিক্ষক মিফতাহুল উলুম মাদ্রাসা, জনাব আব্দুল হাদী ফরাজী, ম্যানেজার সোশাল ব্যাংক নেত্রকোনা, এডঃ মোরশেদ বেগ জজকোর্ট নেত্রকোনা, এডঃ আসাদ জজকোর্ট নেত্রকোনা প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ