শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


'বৃহস্পতিবার থেকেই কমতে শুরু করবে পেঁয়াজের দাম'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৃহস্পতিবার থেকেই কমতে শুরু করবে পেঁয়াজের দাম, এবং দেড় মাসের মধ্যে স্বাভাবিক হবে বাজার।

আজ মঙ্গলবার সচিবালয়ে পেঁয়াজ আমদানিকারক ও ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান বাণিজ্য সচিব জাফর উদ্দিন।

এদিকে মঙ্গলবার সকাল থেকে রাজধানীর পাঁচটি স্থানে ট্রাকে পেঁয়াজ বিক্রি শুরু করেছে সরকারি সংস্থা, ট্রেডিং করপোরেশন বাংলাদেশ- টিসিবি।

ভারতে ন্যূনতম রপ্তানিমূল্য বাড়ানোর খবরে দেশের বাজারে হঠাৎ করেই বেড়ে যায় পেঁয়াজের দাম। এ অবস্থায় বাজার সহনীয় রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে মঙ্গলবার থেকে জাতীয় প্রেস ক্লাব, মতিঝিল বক চত্বর ও খামারবাড়িসহ মোট পাঁচটি স্থানে ট্রাকে করে পেঁয়াজ বিক্রি শুরু করে টিসিবি।

সংকট কাটাতে বাণিজ্য মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বৈঠকে বসে বাণিজ্য মন্ত্রণালয়। বৈঠক শেষে জানানো হয়, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সব ধরণের চেষ্টা চলছে। শিগগিরই কমতে শুরু করবে পেঁয়াজের দাম।

আমদানির ক্ষেত্রে এলসি মার্জিন ও সুদের হার কমাতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এছাড়া বন্দরে আমদানি করা পেঁয়াজ দ্রুত খালাস ও নির্বিঘ্ন পরিবহন নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর কাছেও চিঠি দেওয়া হয়েছে বলে জানান বাণিজ্য সচিব।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ