শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৫ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
শিক্ষক ও বাবুর্চি নিয়োগ দেবে রাজধানীর আল্লামা শামসুল হক রহ.মাদরাসা উপজেলা নির্বাচনে যাচ্ছে কি ইসলামি দলগুলো? পাঠ্যপুস্তকের ওপর নির্ভরশীল হয়ে স্মার্ট জেনারেশন সৃষ্টি সম্ভব নয়: শিক্ষামন্ত্রী বিচ্ছিন্নভাবে দে‌শের স্বার্থ অর্জন করার সুযোগ নেই : সেনা প্রধান স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাশ করব : স্বাস্থ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে পড়ে ট্রাফিক কনস্টেবল আহত আ.লীগের মন্ত্রী-এমপির আত্মীয়দের উপজেলা নির্বাচনে নিষেধাজ্ঞা; অমান্য করলে ব্যবস্থা ফকিহুল মিল্লাত রহ. এর পরামর্শ -‘ফারেগিন কার সঙ্গে পরামর্শ করবে’ ঢাকায় চালু হলো চীনা ভিসা সেন্টার ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়া নিয়ে ভোট শুক্রবার

ইসরায়েলে ভোটগ্রহণ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলে গত পাঁচ মাসের মধ্যে টানা দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধারণ নির্বাচন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।

বিভিন্ন বেসরকারি জরিপের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, সর্বশেষ তথ্য অনুযায়ী অতীতের মতো এবারের নির্বাচনেও নেতানিয়াহুর জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিগডো লিবারম্যানের সমর্থন ছাড়া পার্লামেন্টে সংখ্যা গরিষ্ঠতা পাওয়া তার জন্য বেশ কঠিন হয়ে দাঁড়াবে।

যদিও বিশ্লেষকদের মতে, গত ৯ এপ্রিল নির্বাচনের পর এরই মধ্যে নেতানিয়াহুর সরকারে থাকতে পুরোপুরি অস্বীকৃতি জানিয়েছেন ক্ষমতাসীন জোটের অন্যতম এই শরিক।

এদিকে ইহুদিবাদী হিসেবে পরিচিত দখলদার এ রাষ্ট্রটিতে সরকার গঠনের ক্ষেত্রে দীর্ঘদিন যাবত তুরুপের তাস হয়ে আছেন অ্যাভিগডো লিবারম্যান। যার ধারাবাহিকতায় এবারের নির্বাচনেও যদি দেখা যায় সরকার গঠনের জন্য নেতানিয়াহুর তাকে প্রয়োজন হয়, তখনই আসল নাটকটি শুরু হবে বলে ধারণা আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের।

অপর দিকে সর্বশেষ জনমত জরিপের প্রতিবেদনে বলা হয়েছে, এবারের নির্বাচনে নেসেটের (ইসরায়েলি সংসদ) মোট ১২০টি আসনের মধ্যে নেতানিয়াহুর দল পেতে পারে ৫৮টির মতো আসন। যেখানে লিবারম্যানের 'ইসরায়েল বেইতেনু' পাবে আটটি, যা গত এপ্রিলে অনুষ্ঠিত নির্বাচনের চেয়ে অন্তত তিনটি বেশি।

তাছাড়া বেনি গ্যান্টজ নেতৃত্বাধীন দেশটির প্রধান বিরোধী জোট কমপক্ষে ৫৩টির বেশি আসনে জয়লাভ করতে পারে বলে এরই মধ্যে ধারণা করা হচ্ছে। এবারের নির্বাচনে প্রায় ১২ শতাংশ ভোটার এখনো তাদের ভোট প্রদান ইস্যুতে কোনো সিদ্ধান্তে যেতে পারেনি। তবে যে সরকারই আসুক না কেন; তা প্রতিবেশী ফিলিস্তিনের তেমন কোনো উপকারে আসবে না বলেই দাবি বিশ্লেষকদের।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ