শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


হারিকেন ডোরিয়ান: এখনো নিখোঁজ আড়াই হাজার মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হারিকেন ডোরিয়ানের আঘাতের প্রায় ২ সপ্তাহ হতে চললেও বাহামায় এখনো নিখোঁজ আছেন আড়াই হাজার মানুষ।

এমনটাই জানিয়েছে দ্বীপরাষ্ট্রটির জরুরী ব্যবস্থাপনা সংস্থা। তবে সরকারিভাবে এই সংখ্যা এখনো নিশ্চিত করা হয়নি।

বুধবার এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, যারা বাড়ি-ঘরে ছেড়ে আশ্রয়কেন্দ্রে গিয়েছেন তাদের অনেকের সঙ্গেই যোগাযোগ করা সম্ভব হয়নি।

ফলে নিখোঁজের সঠিক সংখ্যার বিষয়ে নিশ্চিত নয় সরকার। দেশটির প্রধানমন্ত্রী হাবার্ট মিনিস জানিয়েছেন, ঘূর্ণিঝড়ে ৫০ জনের মৃত্যু হয়েছে।

তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এদিকে দুর্যোগ কবলিত আবাকো দ্বীপ ছেড়েছে প্রায় ৫ হাজার মানুষ। জাতিসংঘের হিসেবে ৭০ হাজার মানুষের জরুরি ত্রাণ সহায়তা প্রয়োজন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ