শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


ইংল্যান্ডের বার্মিংহামে প্রতিযোগিতা হয় মসজিদ ব্যবস্থাপনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ইংল্যান্ডের রাজধানী লন্ডনের বাইরে সর্বাপেক্ষা জনবহুল ব্রিটিশ শহর হিসেবে স্বীকৃত বার্মিংহামে মসজিদ সুন্দর ব্যবস্থাপনার প্রতিযোগিতা হয়। এ প্রতিযোগিতায় বার্মিংহামের একটি মসজিদ বার্ষিক পুরষ্কার সম্মানজনক শীর্ষ খেতাব অর্জন করেছে।

জানা যায়, গ্রিন লেন মসজিদ ও কমিউনিটি সেন্টার (জিএলএমসিসি), স্মল হিথ, দ্বিতীয় বার্ষিক ব্রিটিশ বেকন মসজিদ পুরষ্কার ২০১৯ সালের সেরা মসজিদের খেতাব অর্জন করে জয়ী হয়েছে।

২০১৮ সালে, ফেইথ অ্যাসোসিয়েটস বেকন মসজিদ এ উদ্যোগ নিয়েছে। মসজিদগুলো সুন্দর পরিচালনার উপর ভিত্তি করে পুরস্কারের ব্যবস্থা করা হয়। উদ্দেশ্য মসজিদগুলোকে বিশ্বমানের প্রতিষ্ঠান করে ঘরে তোলা।

তারা মসজিদগুলিকে সেরা দশটি মানের দিক দিয়ে বিবেচনা করে, যেমন - পরিচালনা, কর্মচারী সৌন্দর্য, পরিচ্ছন্নতা, দীনি তালিম। সে হিসেবে ফাইভ স্টার এর স্কেল ভিত্তিতে রেট দেওয়া হয়।

গত বছর, জিএলএমসিসি বেস্ট চ্যারিটি প্রজেক্ট জিতেছে এ পুরস্কার। জিএলএমসিসির মহাব্যবস্থাপক কামরান হুসেন বলেন, মসজিদ ব্যবস্থাপনা সুন্দর করতে আমরা ১০ টি পুরষ্কার ঘোষণা করেছি। সূত্র: দ্যা বার্মিংহাম নিউজ

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ