শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


ইসলামাবাদে লকডাউন: সরকার পতনের পরিকল্পনা মাওলানা ফজলুর রহমানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের প্রেসিডেন্ট মাওলানা ফজলুর রহমান অক্টোবরে ইসলামাবাদে লকডাউন করার জন্য রাজনৈতিক তৎপরতা শুরু করেছেন।  পিএমএল-এন, পিপিপি এবং এএনপিসহ সমস্ত বিরোধী দলকে একত্রিত করার পরিকল্পনা গ্রহণ করে তাদেরকে দাওয়াত দেয়াও শুরু করেছন তিনি।

ডেইলি জং এর বরাতে জানা যায়, মাওলানা ফজলুর রহমান অক্টোবরে ইসলামাবাদের লং মার্চকে সামনে রেখে এর মধ্যেই বিরোধীদলীয় নেতা মহররমুল হারাম ও বিলওয়াল ভুট্টো, মাহমুদ আছকজাই, সিরাজ উল হকসহ আরো অনেকের সঙ্গে দেখা করেছেন।

সাবেক প্রেসিডেন্ট নাওয়াজ শরিফও এ লংমার্চ ও অবরোধকে সমর্থন জানিয়েছেন বলে জানান মাওলানা ফজলুর রহমান।

ইসলামাবাদে অবস্থান ও অবরোধ লংমার্চ কর্মসূচী পালন করার সময় এ অবৈধ সরকারের সমাপ্তি, প্রধানমন্ত্রীর পদত্যাগ ও ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানানো হবে। এছাড়া সরকারের সমাপ্তি ঘোষণা করে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা পর্যন্ত এ অবরোধ অব্যহত থাকারও ঘোষণা দেন তিনি।

মাওলানা ফজলুর রহমান আরো বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম সরকারের বিরুদ্ধে অবরোধের ডাক দিয়ে ইসলামাবাদে অবস্থান গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। সেই লক্ষ্যে দেশব্যাপী প্রস্তুতি চলছে। অবরোধ সফল করতে বিভিন্ন কমিটিও গঠনও সম্পন্ন করা হয়েছে।

ডেইলি জং অবলম্বনে আবদুল্লাহ তামিম এর অনুবাদ

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ