শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


রোববার সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আহ্বান করেছেন।

আগামী ৮ সেপ্টেম্বর রোববার বিকাল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে।

প্রথম দিনে অধিবেশনের শুরুতে চলতি সংসদের বিরোধী দলীয় নেতা সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন ও তা নিয়ে আলোচনা শেষে অধিবেশন মূলতবি করা হবে।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, অধিবেশনটির মেয়াদ সাত কার্যদিবস হতে পারে। রোববার এ অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ নির্ধারণ করা হবে। ওইদিন বিকেল ৪টায় সংসদ ভবনের দ্বিতীয় তলায় কার্য উপদেষ্টা কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদের এ অধিবেশনে দুই, তিনটি বিল পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আরও কয়েকটি বিল এ অধিবেশনে উপস্থাপন করা হতে পারে।

সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের দুই অধিবেশনের মধ্যবর্তী সময় হতে হবে সর্বোচ্চ ৬০ দিন। একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন অর্থাৎ তৃতীয় অধিবেশন গত ১১ জুলাই শেষ হয়।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ