শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


ইসরায়েল-মার্কিনপন্থীদের আতঙ্ক ইরাকের ‘ইলেকট্রনিক আর্মি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকে আতঙ্কিত হয়ে পড়েছেন মার্কিন-ইসরায়েলপন্থী সাংবাদিক, বিভিন্ন ইস্যুতে সক্রিয় ব্যক্তি ও গবেষকরা। বিভিন্ন ছায়া অনলাইন গোষ্ঠীর হুমকি ও অভিযোগের মুখে তারা আতঙ্কিত।

এ অনলাইন গোষ্ঠীর সঙ্গে ইরান সংশ্লিষ্ট প্রভাবশালী একটি দলের যোগসাজশ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

‘ইলেকট্রনিক আর্মি’ খেতাব পাওয়া এ অনলাইন গোষ্ঠীর বিপুলসংখ্যক সমর্থকের কাছ থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সশস্ত্র গোষ্ঠী ও কর্মকর্তারা সুবিধা পাচ্ছেন। তারা বেনামে সামাজিক মাধ্যমে এসে নিজেদের প্রশংসা করেন, নিন্দুকদের নিয়ে মশকরা করেন।

চলতি বছরে গ্রীষ্মে ইরাকের পাঁচটি ক্যাম্প ও অস্ত্র গুদামে বিস্ফোরণ ঘটেছে। ইরান-সংশ্লিষ্ট শিয়া গোষ্ঠী হাশেদ আল-শাবি ওই ক্যাম্প ও গুদামের পরিচালনায় ছিল। বিস্ফোরণের পরপরই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করে হাশেদ। তাদের দাবি, এ দুই দেশের সন্দেহভাজন গুপ্তচররা হামলায় যুক্ত রয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিপরীতে ইরানকে রেখে গত কয়েক মাস ধরে চলা উত্তেজনা এখন অনলাইন কলহ উসকে দিয়েছে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে বড় একটি সংখ্যক ইরাকি নাগরিক সহায়তা করছেন বলে অনলাইন প্রচারের পর নতুন এ অভিযোগ এসেছে। সূত্র: এএফপি, গালফ নিউজ।

-এএ


সম্পর্কিত খবর