বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


জ্বলছে আমাজন, এদিকে ব্রাজিলের প্রেসিডেন্টের হাসির রহস্য কী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক মহল যখন আমাজন অরণ্যে আগুন নিয়ে সোচ্চার, ব্রাজিলে চলছে প্রতিবাদ-বিক্ষোভ, তখন ক্লাবে গিয়ে মনের আনন্দে স্ট্যান্ড-আপ কমেডি উপভোগ করছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বলসোনারো!

আর সেটাও, যখন টেলিভিশনে জাতির উদ্দেশ্যে তার ভাষণ সম্প্রচারিত হচ্ছে! ব্রাজিলের এক সংবাদপত্রের রিপোর্টেই প্রকাশ্যে এসেছে এই খবর। আর এতেই ফের বিতর্কের মুখে ব্রাজিলের ‘শিল্পপতি’ প্রেসিডেন্ট।

ব্রাজিলের আমাজন অরণ্যের বড় অংশ কয়েক সপ্তাহ ধরে জ্বলছে। প্রেসিডেন্ট বলসোনারোর দাবি ছিল, বছরের এই সময় চাষের খেত পরিষ্কারের জন্য চাষিরা আগুন লাগান। তা থেকে দাবানল ছড়ানো কোনও নতুন ঘটনা নয়।

কিন্তু পরিবেশপ্রেমীদের দাবি, গত জানুয়ারিতে বলসোনারো ক্ষমতায় আসার পর থেকে আমাজনে আগুন লাগার ঘটনা বেড়েছে। কারণ পরিবেশ রক্ষায় বাজেট অনেক কমিয়ে দিয়েছেন এই কট্টরপন্থী প্রেসিডেন্ট।

বন সাফ করে কৃষিজমি ও চারণভূমি বাড়াতেই প্রেসিডেন্টের মদতে এ সব হচ্ছে বলে অভিযোগ তাদের। সাম্প্রতিক জি-৭ বৈঠকেও আমাজনের আগুন নিয়ে সমালোচনার মুখে পড়েন বলসোনারো।

ফ্রান্স-সহ একাধিক রাষ্ট্র জানায়, আগুন নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা না করলে ব্রাজিলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করবে তারা।

চাপের মুখে শনিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন বলসোনারো। স্থানীয় সংবাদপত্র সূত্রে অবশ্য জানা যাচ্ছে, এই ভাষণটি আগে রেকর্ড করা ছিল। কারণ, ভাষণটি যখন সম্প্রচারিত হচ্ছে, তখন কমেডি ক্লাবে জোনাথন নেমেরের স্ট্যান্ড-আপ কমেডি শো দেখছেন বলসোনারো। আর সেটা প্রকাশ্যে এসেছে নেমেরের ইনস্টাগ্রাম পোস্টেই।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ