শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


বিনাবিচারে কারাগারে একযুগ বরগুনার আবু হানিফা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরগুনা জেলা কারাগারে ১২ বছর যাবৎ বরগুনার পাথরঘাট উপজেলার উত্তর কাঁঠালতলী গ্রামের আবু হানিফা (৫৫) নামের এক ব্যক্তি আটক রয়েছে।

আবু হানিফার মা আয়না বেগম (৮৫) সন্তানের জন্য পথে পথে ঘুরছে আর চোখের জল ফেলে সন্তানের মুক্তির দাবি জানাচ্ছেন।

জানা যায়, হানিফা আয়না বেগমের মেঝো ছেলে। হানিফার প্রথম স্ত্রী নিঃসন্তান পিয়ারা বেগম। সে ১৯৮০ সালে বিয়ের ৮ মাস পরেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

ওই সময় হানিফা কাজের জন্য চট্টগ্রামে অবস্থান করছিল। স্ত্রীর আত্মহত্যার দুই দিন পর বাড়িতে আসে।

তাকে না পেয়ে পুলিশ সন্দেহজনকভাবে হানিফার মা আয়না বেগমকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। দীর্ঘ পাঁচ বছর কারাবাসের পরে আয়না বেগম মুক্তি পায়।

হানিফার দাবি, তাকে মিথ্যা মামলায় জড়িয়ে বন্দী করে রাখা হয়েছে। তিনি তার মুক্তির ব্যাপারে মানবাধিকার সংগঠনে সহযোগিতা কামনা করেন।

হানিফা বলেন, আমার অপরাধ কী আজও জানতে পারলাম না। রাষ্ট্র কেন আমার মত নিরাপরাধ ব্যক্তিকে আটক রেখেছে জানতে চাই।

হানিফার মা আয়না বেগম অভিযোগ করেন, তার ছেলে সম্পূর্ণ নির্দোষ। পুলিশ সঠিকভাবে তদন্ত না করে তাকে এবং তার ছেলেকে হত্যা মামলায় জড়িয়েছে।

পাথরঘাটা থানা ও আদালতে ঘুরে এই মামলার কোন নথিপত্র পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন, হানিফার মা আয়না বেগম।

তিনি প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীসহ সরকারের কাছে তার ছেলের মুক্তির দাবি জানান।

-এমডব্লিউ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ