শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


জাইশ-ই-মুহাম্মদের সদর দফতর দখলে নিয়েছে পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জম্বু-কাশ্মিরের পুলওয়ামায় হামলায় অভিযুক্ত সংগঠন জাইশ-ই-মুহাম্মদের সদর দফতর দখলে নিয়েছে পাকিস্তান। শুক্রবার মাসুদ আজহারের সংগঠনটির সদর দফতর দখলে নেয় পাকিস্তান।

এর আগে বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে জাইশ-ই-মুহাম্মদের বিরুদ্ধে কড়া বিবৃতি দেওয়া হয়। নিরাপত্তা পরিষদ থেকে বলা হয়, আমরা কঠোরতম ভাষায় পুলওয়ামায় হামলার নিন্দা করছি। এই ধরনের হামলা যারা চালায়, তাদের শাস্তি হওয়া উচিত।

ওই বিবৃতিতে জাইশ-ই-মুহাম্মদের নামও উল্লেখ করা হয়। এরপরেই ওই সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেয় ইমরান খানের সরকার।

আন্তর্জাতিক চাপের মুখে বৃহস্পতিবার বৃহস্পতিবারই মুম্বাই হামলায় জড়িত জামায়াত-উদ-দাওয়া সংগঠনটিকে নিষিদ্ধ করে ইমরান খানের সরকার।

কেপি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ