শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


কাশ্মীরের স্বাধীনতাকামী নেতা ইয়াসিন মালিক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীরের স্বাধীনতাকামী নেতা ইয়াসিন মালিককে গ্রেফতার করায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে কাশ্মীরজুড়ে। গ্রেফতারের পর ইয়াসিনকে কোথিবাগ পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়েছে৷

শুক্রবার গভীর রাতে শ্রীনগর থেকে আটক করা হয়েছে জন্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্ট দলের নেতা ইয়াসিন মালিককে।

পুলওয়ামায় ঘটনাকে কেন্দ্র করে জম্মু-কাশ্মীর জুড়ে ব্যাপক ধরপাকড় শুরু করেছে ভারতীয় পুলিশ। ইতিমধ্যে বিভিন্ন দলের ২৫-৩০ জন নেতাকে আটক করা হয়েছে যাদের মধ্যে উল্লেখযোগ্য জন্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের (জেকেএলএফ) নেতা ইয়াসিন মালিক।

এমন এক সময়ে তাকে আটক করা হলো যখন আর্টিক্যাল ৩৫এ ধারাটির ওপর সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা রয়েছে আগামীকাল সোমবার।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসে প্রকাশিত, জামাত-ই-ইসলামি দলের ২৪ জনের বেশি নেতা কর্মীকে আটক করা হয়েছে। ভারতীয় পুলিশের এই ধরপাকড়কে ‘কাশ্মীরকে ফের অস্থিতিশীল করার চক্রান্ত’ বলে অভিযোগ করেছে জামাত।

প্রসঙ্গত, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের নাগরিকদের বিশেষ সাংবিধানিক মর্যাদা দেয় এই ধারাটি। কিন্তু সম্প্রতি ভারত সরকার এই ধারাটি বিলোপ করার চেষ্টা করছে যা নিয়ে বিক্ষুব্ধ কাশ্মীরের জনগণ। তারা এ নিয়ে রাজ্য জুড়ে বেশ কয়েকবার ধর্মঘটও ডেকেছে।

-আরএইচ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ