বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


লন্ডনে একুশে জার্নাল’র ১ম বর্ষপূর্তি উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করেছে মুক্তচিন্তার অনলাইন পত্রিকা একুশে জার্নাল ডটকম। ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারিতে সূচনা অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করে পত্রিকাটি।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) বৃটেনের লুটন শহরের ব্যারিপার্ক কমিউনিটি সেন্টারে অনাড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম বর্ষপূর্তি উদযাপন করে একুশে জার্নাল ডটকম। বৃটেনের ব্যস্তময় সমাজে হলভর্তি শ্রোতা-দর্শকদের স্বরব উপস্থতিতে বর্ষপূর্তি উদযাপন ছিলো চোখে পড়ার মতো।

একুশে জার্নাল ডটকম-এর সম্পাদক কে আই ফেরদৌস ও সহসম্পাদক মাসরুর আহমেদ বুরহান এর যৌথ উপস্থাপনায় ক্বারি আহমদ উল্লাহ’র কন্ঠে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় বর্ষপূর্তি অনুষ্টান।

এতে বক্তব্য রাখেন লেখক, চিন্তাবিদ প্রফেসর আব্দুল কাদির সালেহ। লুটন ব্যারা কাউন্সিলের সাবেক মেয়র, বর্তমান কাউন্সিলর জনাব তাহির খান, লন্ডন আল হুদা সেন্টারের সেক্রেটারি মাওলানা শাহ মিযানুল হক, বিশিষ্ট লেখক, বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর ফরিদ আহমেদ, ব্যারিপার্ক জামে মসজিদের ইমাম, হাফেজ মাওলানা ফেরদৌস আহমেদ।

বিশিষ্ট সমাজসেবক, মিলটনকিন্স হাই স্কুলের প্রভাষক জনাব আবু তালিব, বার্মিংহাম আল আমিন ফাউন্ডেশন এর ট্রাস্টি, বিশিষ্ট সমাজসেবক মাওলানা এনামুল হাসান সাবির, বিশ্বনাথ এসোসিয়েশন লুটন এর সাবেক সভাপতি মাওলানা রুহুল আমিন, বার্মিংহাম মসজিদ বিলাল এর সম্মানিত ইমাম আ.ফ.ম শোয়াইব, মাসিক আল আহরার সম্পাদক মাওলানা সালমান আহমাদ।

বর্ষপূর্তি অনুষ্টানে বক্তাগণ বলেন, মিডিয়ানির্ভর এই সময়ে বস্তুনিষ্ঠ ও নিরেপক্ষ সংবাদ প্রকাশ করা খুবই জরুরি। সমাজের স্বচ্ছ আয়না হয়ে একুশে জার্নাল ডটকম এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন তারা।

এছাড়াও বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চ্যানেল এস ইউকে’র সিনিয়র রিপোর্টার জনাব তাজ উদ্দীন আহমেদ। বিশিষ্ট সমাজসেবক মাওলানা গোলাম মুহাইমিন চৌধুরী ফরহাদ। তরুণ আলেম সমাজসেবক মাওলানা নোমান আহমেদ, একুশে জার্নাল এর নিয়মিত কলাম লেখক, অনলাইন এক্টিভিস্ট মাওলানা ফুজায়েল আহমাদ নাজমুল, অনলাইন এক্টিভিস্ট মাওলানা মুহিব সামাদ, জাকারিয়া আহমেদ, মিফতাহ রহমান, মাওলানা নোমান আহমেদ, মাওলানা উবায়দুল্লাহ, জাহেদ আহমেদসহ আলেম, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, লেখক, কলামিস্ট ও মিডিয়াকর্মীবৃন্দ।

বর্ষপূর্তি অনুষ্টানে স্বাগত বক্ত্যব্যে পত্রিকাটির সম্পাদক কে আই ফেরদৌস একুশে জার্নাল-এর লেখক, পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

একুশে জার্নাল ডটকম-এর সহসম্পাদক মাসরুর আহমেদ বুরহান সবার প্রতি ধন্যবাদ জানিয়ে আগামী দিনেও একুশে জার্নালের পাশে থাকার আহবান জানান।অনুষ্টান শেষে আগত সবাইকে আপ্যায়ন করা হয়।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ