শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


পুরান ঢাকার আগুনে ২ আলেমের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুরান ঢাকার চকবাজারের চুরিহাট্টা এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে মাওলানা ওমর ফারুক (২৯) আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন।

তিনি ঢাকার বড়কাটারা মাদরাসার শিক্ষক ছিলেন। তার গ্রামের বাড়ি মাদারীপুর। তিনি প্রায় ১০ বছর যাবত বড়কাটারা মাদরাসায় শিক্ষকতা করছেন। তার স্ত্রী ও এক সন্তান করেছে।

নিহতের সহকর্মী মাওলানা আলতাফ হোসেন জানিয়েছেন, তিনি খুব ভাল মনের মানুষ ছিলেন, নিরিহ স্বভাবের এবং নিরিবিলি মনের মানুষ ছিলেন। তার আত্মার মাগফোতের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

আগুনে দগ্ধ হয়ে আরো একজন আলেমের মৃত্যু হয়েছে। তিনি হলেন হাফেজ মাওলানা কাওসার আহমদ (২৬)। পুরান ঢাকার চুরিহাট্টা এলাকায় মদিনা ফার্মেসীর স্বত্ত্বাধীকারী এ আলেমের গ্রামের বাড়ি কুমিল্লার হোমানা থানায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের মেধাবী ছাত্র ছিলেন।

এককালে তিনি মুফতি আমিনি রহ. এর প্রতিষ্ঠিত ছাত্র খেলাফতের কেন্দ্রীয় নেতা ছিলেন। মৃত্যু কালে তিনি দুই সন্তান ও স্ত্রী রেখে যান।

এদিকে মরদেহ হস্তান্তর শুরু করেছে বলেওখবর পাওয়া গেছে। অগ্নিদগ্ধে নিহত নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কামাল হোসেনের (৫০) মরদেহের হস্তান্তরের মাধ্যমে শুরু হয় এ প্রকিয়া। মরদেহটি গ্রহণ করেন তার ছোট ভাই দেলওয়ার হোসেন। নিহত কামাল থাকতেন পুরান ঢাকায় চুড়িহাট্টা উর্দু রোডে।

এখন পর্যন্ত ৩৪ জনের মরদেহ শনাক্ত করা গেছে বলে জানিয়েছে জেলা প্রশাসনের তথ্য কেন্দ্র।

জ্যেষ্ঠ সহকারী কমিশনার ইমরুল হাসান জানান, যাদের মরদেহ শনাক্ত করা গেছে তাদের মরদেহ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হচ্ছে। তবে যাদের শনাক্ত করা যাচ্ছে না তাদের মরদেহ ময়নাতদন্ত ও ডিএনএ টেস্টের পর হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গতকাল বুধবার রাতে চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবনে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৭৮ জন নিহতের খবর জানা গেছে। আহত হয়েছে অর্ধশতাধিক। হাসপাতালে ভর্তি আছেন ৪০ জন। তাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি নয় জনের মধ্যে আটজনের অবস্থাই গুরুতর।

ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের একযোগে টানা ১০ ঘণ্টার চেষ্টার পর দিবাগত রাত সোয়া ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

-এটি


সম্পর্কিত খবর