শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


কওমি সিলেবাস নিয়ে আন্তর্জাতিক সেমিনার আগামী কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: কওমি মাদরাসার শিক্ষা সিলেবাস নিয়ে আগামী কাল অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সেমিনার।

কওমি সিলেবাস আসলেই কি সংস্কার প্রয়োজন নাকি পাঠদান পদ্ধতির সংস্কার দরকার? এসব বিষয়সহ কওমি শিক্ষা সিলেবাসের নানা দিক নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক আলেমদের মতামত জানা ও নানাবিধ প্রশ্নের জবাব খুঁজতে আগামী কাল ১৯ ফেব্রুয়ারি রাজধানীর জাতীয় প্রেসক্লাব সংলগ্ন বিএম মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সেমিনার৷

আয়োজক কমিটির সঙ্গে কথা বলে জানা যায়, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের উদ্যোগে এবং ফুযালায়ে দারুল উলুম দেওবন্দে’র ব্যবস্থাপনায় এ সেমিনার হতে যাচ্ছে।

আট জন বিদেশি মেহমানসহ দাওয়াত করা হয়েছে বাংলাদেশের কওমি মাদরাসা ভিত্তিক ছয় শিক্ষা বোর্ডের মহাসচিব ও শীর্ষ আলেমদের৷ বিদেশি মেহমানদের মধ্যে রয়েছেন, আল্লামা হাবিবুর রহমান আজমি, আল্লানা আবদুল খালেক সাম্ভালি, আল্লামা আমিন পালনপুরি, আল্লামা মুজিবুল্লাহ কাসেমি, আল্লামা মুনির উদ্দিন নকশাবন্দি, আল্লামা রাশেদ আজমি৷

এ ছয় জন ভারতের দারুল উলুম দেওবন্দ থেকে আসবেন৷ এ ছাড়া নদওয়া থেকে আল্লামা নিয়াজ আহমদ নদভি, আল আযহার থেকে ডক্টর আবু ইয়া’লা আহমদ সিদকি আবদুল মুনইম, ওমান থেকে খালেদ বিন মুহাম্মদ সালেম আল আবদালি, দক্ষিণ আফ্রিকা থেকে আল্লামা আমজাদ হুসাইন কাসেমি আগমণ করবেন৷

বাংলাদেশের আলেমদের মধ্যে আল হাইআতুল উলইয়া এর কো-চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলী, বেফাক মহাসচিব শায়খুল হাদিস আল্লামা আবদুল কুদ্দুস, আল্লামা আবদু হালিম বোখারি, আল্লামা মিযানুর রহামান সাঈদ, মুফতি শামসুদ্দিন জিয়া, মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, মাওলানা খালিদ সাইফুল্লাহ সাদী বিশেষভাবে উল্লেখযোগ্য৷

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের নির্বাহি সভাপতি, মুফতি সৈয়দ মুহাম্মদ নুরুল করিম কাসেমির সভাপতিত্বে ১৯ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে সেমিনার শুরু হওয়ার কথা রয়েছে৷

মুফতি হেদায়াতুল্লাহ কাসেমি, কুরআন শিক্ষাবোর্ডের নাজেমে ইমতিহান। তার সঙ্গে কথা বললে তিনি বলেন, আগামী কালকের সেমিনারের সব কাজ ইতোমধ্যেই আমরা সম্পন্ন করেছি। দাওয়াতি মেহমানগণ আশা করি আসবেন। আমরা চিন্তক আলেমে দীন গবেষকদের এ সেমিনারে অংশ নিতে আমন্ত্রণ জানাচ্ছি।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ