শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


সাতানি আশরাফুল উলুম মাদরাসার ইসলামি সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাতানি আশরাফুল উলুম মাদরাসায় মেঘনা-কুমিল্লার উদ্যোগে বাষির্ক ইসলামী সম্মেলনের আয়োজন করা হয়েছে।

২২ ফেব্রুয়ারি শুক্রবার বাদ জুমা মাদরাসা প্রাঙ্গণে  আলহাজ্ব মাওলানা আলতাফ হোসাইনের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

হিফজ সমাপনকারী ছাত্রদের পাগড়ি প্রদান করবেন ঢাকা লালবাগ মাদরাসার সদরে শুরা  আল্লামা আব্দুর রব (মদীনা হুজুর)

মাওলানা সুলতান মুহিউদ্দীন, মাওলানা সোহাইল আহমদ, মাওলানা আরিফুল ইসলাম ও মাওলানা মাসুম বিল্লাহের উপস্থাপনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন দারুল উলুম দেওবন্দের সিনিয়র উস্তাদ আল্লামা মুফতি রাশেদ আজমী।

এতে প্রধান বক্তা হিসেবে বয়ান করবেন জামিয়া তালীমিয়া আদর্শনগর মাদরসার প্রিন্সিপাল মাওলানা হাফিজুর রহমান সিদ্দীক (কুয়াকাটা)

বিশেষ বক্তা হিসেবে বয়ান করবেন: বড়কাটারা মাদরাসার প্রিন্সিপার মুফতি সাইফুুল ইসলাম, মিছবাহুল উলুম মাদরাসার পিন্সিপাল মুফতি সাইফুল ইসলাম, মাওলানা কামরুল ইসলাম আরিফী, মাওলানা আব্দুল হাই আব্বাসী, মাওলানা মুহিউদ্দীন খাঁন ও মাওলানা ফজলুল করিম।

ইসলামি এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন: ইসলামি ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, কামরাঙ্গীরচর জামিয়া নূরিয়া ইসলামিয়ার প্রিন্সিপাল মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর, আল্লামা আব্দুর রহমান, মাওলানা ইসহাক নূর, মুফতি ফয়জুল্লাহ  ও মাওলানা আবুল হাসানাত আমিনী।

উল্লেখ্য, সম্মেলনে উপজেলা কওমী মাদরাসা আঞ্চলিক বোর্ডের পক্ষ থেকে মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান করা হবে।

প্রজক্টরের মাধ্যমে মহিলাদের ওয়াজ শুনার সুব্যস্থা আছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ