বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫


মামলা করলেন বিএনপির আরও ৪ প্রার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টের নির্বাচনী টাইব্যুনালে মামলা করেছেন বিএনপির আরও চার প্রার্থী।

রোববার সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় তারা পৃথক এ মামলা করেন। তারা হলেন, বগুড়া-৫ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, জয়পুরহাট-২ আসনের এ. ই. এম. খলিলুর রহমান, শেরপুর-৩ আসনে মো: মাহমুদুল হক রুবেল ও ময়মনসিংহ-৪ আসনে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

আইনজীবীরা জানিয়েছেন, গত ১৫ ফেব্রুয়ারি শুক্রবার সরকারি বন্ধ থাকায় রোববার আদালতের অনুমতি নিয়ে তারা পৃথক আবেদন করেন। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশের ৭৪টি আসন থেকে বিএনপির প্রার্থীরা মামলা দায়ের করেন। এ নিয়ে মোট ৭৮টি মামলা দায়ের হলো।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিরুদ্ধে দেশের ৬৪ জেলা থেকে হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার সিদ্ধান্ত নেয় বিএনপি। গত ৯ ফেব্রুয়ারি এ সিদ্ধান্ত হয়। ১৫ ফেব্রুয়ারির মধ্যে সব জেলার প্রতিনিধিদের হাইকোর্টে মামলা করার কথা জানিয়ে দেয়া হয়। বিএনপির হাইকমান্ড ইতিমধ্যে এসব মামলা দেখভালের জন্য আইনজীবীদের একটি টিম গঠন করেছেন।

এ টিমে আছেন ব্যারিস্টার আমিনুল হক, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, মীর নাসির উদ্দিন, ফজলুর রহমান, ব্যারিস্টার রুহুল কুদ্দুস এবং ব্যারিস্টার রাজিব প্রধান।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ