বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
‘মানতিক; যুগের চাহিদার সাথে মিলে না’ এ ধরেণের কথা অযৌক্তিক: মুফতি হিফজুর রহমান দাওরায়ে হাদিসের ফলাফল নজরে সানীর আবেদনের সময় বাকি ৩ দিন  বৃষ্টি প্রার্থনায় জামিয়াতুল আবরার রাহমানিয়ায় ‘সালাতুল ইস্তিসকা’  আদায় হাসপাতালে সৌদি বাদশাহ সালমান সোস্যাল মিডিয়ায় প্রচারিত পাঠ্য তালিকার সাথে বেফাকের পাঠ্য তালিকার সম্পর্ক নেই: বেফাক সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’

২০২০ সালে দুই পর্বে বিশ্ব ইজতেমা, শুরু ১০ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন রাইয়ান: বিশেষ মুনাজাতের মাধ্যমে শেষ হলো কাকরাইল মারকাজ ও উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এ বছরের বিশ্ব ইজতেমা। আগামী বছর ফের ২ পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা।

শনিবার সকাল সাড়ে ১০ টায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন কাকরাইল মারকাজের শীর্ষ মুরব্বি ও বাংলাদেশের তাবলিগের শুরা প্রধান হাফেজ মাওলানা মুহাম্মদ জুবায়ের। তিনি বিশ্ব শান্তি কামনা করে এবং সমস্ত উম্মতকে এক কারার আল্লাহ পাকের কাছে কায়মনোবাক্যে আরজি জানান।

জানা যায়, আগামী বছর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে দুই পর্বে। প্রথম পর্ব শুরু হবে ১০ জানুয়ারি। শেষ হবে ১২ জানুয়ারি। আর দ্বিতীয় পর্ব ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে শেষ হবে ১৯ জানুয়ারি।

এছাড়া বিশ্ব ইজতেমার আগে বিশেষ জোড় অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর। ৫ দিনের এ জোড় শেষ হবে ৩ ডিসেম্বর।

ইজতেমার মুজনাজাত শেষে মাইকে এ তারিখ ঘোষণা করা হয়।

মুনাজাতের আগে হেদায়েতি বয়ান করেন পাকিস্তানের মুরব্বি মাওলানা খুরশিদ ও ভারতের মুরব্বি মাওলানা ইবরাহিম দেওলা। তারা দীন, ঈমানের মজবুতির বিষয়ে আলোচনা পেশ করেন।

এছাড়া মুনাজাতের গুরুত্ব তুলে ধরে মাওলানা ইবরাহিম দেওলা গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন। মুমিনের জন্য দুয়া আল্লাহর পক্ষ থেকে খুবই গুরুত্বপূর্ণ এক নেয়ামত বলে উল্লেখ করেন তিনি। এজন্য বেশি বেশি একে অপরের জন্য দুআ করারও আহ্বান জানান।

এদিকে বিশ্ব ইজতেমার বিশেষ মুনাজাতে অংশ নিতে ঢাকাসহ পার্শ্ববর্তী জেলার ধর্মপ্রাণ মানুষ দলে দলে আসতে থাকে ইজতেমার দিকে। ফলে গাজীপুর ও ঢাকার উত্তরাসহ আশপাশের রাস্তা অলিগলি লোকে লোকারণ্য হয়ে যায়।

এবারের ইজতেমায় অনেক বিদেশে শীর্ষ আলেম মুরব্বি অংশ নিয়েছেন। ভারতের তাবলিগের শীর্ষ মুরব্বি মাওলানা আহমদ লাট, মাওলানা ইবরাহিম দেওলা ও মাওলানা জুহাইরুল ইসলাম অংশ নেন। সৌদি আরবের শুরা সদস্য শেখ গাসসানও এবার ইজতেমায় অংশ নিয়েছেন।

বাংলাদেশের শীর্ষ সব উলামায়ে কেরামও এবার ইজতেমায় অংশ নিয়েছেন। গতকাল ইজতেমায় জুমা আদায় করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী।

এছাড়াও তাবলীগের আলেম উপদেষ্টা আল্লামা আশরাফ আলী, আল্লামা মাহমুদুল হাসান ও আল্লামা আবদুল কুদ্দুসসহ শীর্ষ আলেমগণ ইজতেমায় অংশ নেন।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ