শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


শান্তিপূর্ণভাবেই এসএসসি পরীক্ষা চলছে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এসএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণভাবে চলছে। ছোটখাটো যে ব্যতয় ঘটেছে তা যেন ভবিষ্যতে না ঘটে সেজন্য প্রয়োজনীয় যা করা দরকার, শিক্ষা মন্ত্রাণলয় অবশ্যই তা নেবে বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর শিল্পকলা মিলনায়তনে রবীন্দ্রসঙ্গীত সম্মেলন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘দুই একটি পরীক্ষা কেন্দ্রের সচিব বা অন্য কারো অবহেলার ঘটনা ঘটেছে। বিজি প্রেসের কোথাও কোথাও কিছু অব্যস্থাপনাও আছে বলে মনে হচ্ছে। সেগুলো ছাড়া এই বছর এখনও পর্যন্ত এসএসসি ও সমমানের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে।

আশা করি বাকি পরীক্ষাগুলিও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।’ এবছর ছোটখাটো যে ব্যতয় ঘটেছে তা যেনো ভবিষ্যতে না ঘটে সেজন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার তাই করা হবে বলেও জানান মন্ত্রী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহেমদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব জীবন কানাই চক্রবর্তী প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ