বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


ইজতেমা থেকে চিল্লায় বেরুচ্ছে ১৫৭৫ জামাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ৫৪ তম বিশ্ব ইজতেমা থেকে ১৫৭৫ জামাত চিল্লার জন্য বেরুচ্ছে বলে জানা গেছে।

আজ শনিবার শেষ হওয়া  ইজতেমা থেকে এক চিল্লা তিন চিল্লা ও সালের জন্য এসব জামাত দেশের বিভিন্ন প্রান্তে দীনের মেহনত নিয়ে ছুটে যাবে।

তাবলিগ জামাতের মিডিয়া কো অর্ডিনেটর মুফতি জহির ইবনে মুসলিম আওয়ার ইসলামকে এ খবর নিশ্চিত করেন।

তিনি বলেন, ১৫৭৫ টি জামাত এখন পর্যন্ত এন্ট্রি হয়েছে আলহামদুলিল্লাহ। এ সংখ্যা কিছু বাড়তেও পারে।

জানা যায়, এসব জামাতের মধ্যে বিদেশি জামাতসহ রয়েছে মাস্তুরাতের (নারী) জামাতও।

সূত্র জানায়, এবারের ইজতেমায় ৮০টি দেশ থেকে তবলিগের সাথী এবারের ইজতেমায় অংশ নিয়েছেন। আরব বিশ্বের সাথীদের উপস্থিত এবার তুলনামূলক বেশি বলে ধারণা করছেন মুরব্বিগণ।

ময়মনসিংহ জেলা থেকে সর্বোচ্চ ১৪৫টি জামাত বের হয়েছে বলে জানিয়েছে সূত্র।

বাংলাদেশের সর্বস্তরের শীর্ষ ওলামায়ে কেরামের উপস্থিতি এবার ছিল চোখে পড়ার মতো। তাবলিগের আলেম উপদেষ্টা সদস্যরা ছাড়াও দেশের শীর্ষ আলেমগণ ময়দানে স্বতষ্ফূর্তভাবে অস্থান করেছেন।

ইজতেমায় উপস্থিত ছিলেন দারুল উলুম মুইনুল ইসলাম হাটহাজারীর মুহতামিম আল্লামা আহমদ শফীসহ দেশের বড় বড় আলেমগণ।

উল্লেখ্য, কাকরাইল মারকাজের তত্ত্বাবধানে গত ১৪ ফেব্রুয়ারি তিন দিনের ইজতেমা শুরু হয়ে শেষ হয় আজ ১৬ ফেব্রুয়ারি। ইজতেমার মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা জুবায়ের আহমদ।

তার আগে হেদায়েতি বয়ান পেশ করেন ভারতের শীর্ষ মুরব্বি মাওলানা ইবরাহিম দেওলা।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ