বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


বর্তমান সরকার গণতন্ত্রের ভান ধরে আছে: মঈন খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বর্তমান সরকার গণতন্ত্রের ভান ধরে আছে। এ ধরনের সরকার স্বৈরাচারের চেয়েও দেশের জন্য বেশি ক্ষতিকর।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তির দাবিতে মহিলা দলের মানববন্ধনে তিনি একথা বলেন।

মঈন খান বলেন, ‘স্বাধীনতা আর গণতন্ত্র এক কথা নয়। আওয়ামী লীগ ক্ষমতার নেশায় পাগল হয়ে গিয়েছিল। তারা মানুষের ভোটাধিকার বিসর্জন দিয়ে, সন্ত্রাসের মাধ্যমে আবারও ক্ষমতায় এসেছে।’

তিনি আরও বলেন, ‘এই সরকারকে হটিয়ে আমরা দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করে বাংলাদেশের মানুষের কাছে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দেব।’

মানববন্ধনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘গণতন্ত্রকে মুক্ত করতে হলে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আমি মনে করি, সরকার নিয়ন্ত্রিত ব্যবস্থায় কোনো কিছুই হবে না। শুধু মানববন্ধন করে হবে না। প্রতিদিন ১ হাজার মহিলা নিয়ে রাস্তায় আসেন, থাকেন, দেখবেন খালেদা জিয়া এক মাসের মধ্যে মুক্ত হয়ে আসবেন।’

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, ‘আমরা বলতে চাই, কথা বলার সুযোগ দিন। আমাদের গণমানুষের অধিকার ফিরিয়ে দিন, বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দিন।’

মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন যুগ্ম-সম্পাদক হেলেন জেরিন খান।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ