বুধবার, ০৮ মে ২০২৪ ।। ২৪ বৈশাখ ১৪৩১ ।। ২৯ শাওয়াল ১৪৪৫


আল-আকসা মসজিদের ইমামকে গৃহবন্দি করার আদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জেরুজালেমে অবস্থিত মুসলিমদের প্রথম কেবলা আল-আকসা মসজিদের ইমামকে গৃহবন্দি করে রাখার আদেশ দিয়েছে ইসরাইলের এক আদালত।

বুধবার এ আদেশ দেওয়া হয় বলে বলে ইন্টারন্যাশনাল মিডল-ইস্ট মিডিয়া সেন্টারের এক খবরে বলা হয়েছে।

সূত্রের খবরে প্রকাশ, মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে আল-আকসা মসজিদের ইমাম ওয়ালিদ সিয়ামকে তুলে নিয়ে যায় ইসরাইলি সেনারা। এর পর ইসরাইলের ওই আদালত রুল জারি করে, শুক্রবার পর্যন্ত ইমাম ওয়ালিদকে গৃহবন্দি করে রাখা হবে।

মঙ্গলবার ইসরাইলের একদল গোয়েন্দা অতর্কিতে জেরুজালেমের ওল্ড সিটিতে ওয়ালিদ সিয়ামের বাড়িতে অভিযান চালায়। এসময় তারা তল্লাশির নামে ওয়ালিদের বিল্ডিংয়ে ভাঙচুর করে এবং পরে ওয়ালিদকে টেনে-হিঁচড়ে নিয়ে যায়।

কেপি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ