শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


আল্লামা শফীকে নিজের গাড়িতে মাঠে নিয়ে গেলেন গাজীপুরের মেয়র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: বিশ্ব ইজতেমার মাঠে পৌঁছেছেন হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা শাহ আহমদ শফী।

আজ দুপুর সাড়ে ১২ টার দিকে তিনি হেলিকপ্টার যোগে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে টঙ্গীর বাটা গেটে অবতরণ করেন। আল্লামা শফী আগামীকাল মুনাজাত পর্যন্ত ইজতেমায় অবস্থান করবেন।

ইজতেমার ময়দান থেকে মাওলানা আশরাফুল্লাহ জানিয়েছেন, দুপুরে সাড়ে ১২টার দিকে টঙ্গীর বাটা ভবনের কাছে তাকে বহনকারী হেলিকপ্টার অবতরণ করে। এরপর গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম নিজের গাড়িতে ড্রাইভ করে আল্লামা শফীকে মাঠে নিয়ে যান।

তিনি জানান, ইজতেমায় সর্ববৃহৎ জুমায় অংশ নিতে ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ আবদুল্লাহসহ ডেপুটি স্পিকার ও কয়েকজন মন্ত্রি ও প্রতিমন্ত্রী উপস্থিত হয়েছেন।

বৃহস্পতিবার টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমা। শনিবার বিশেষ মুনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমা। ইজতেমায় অংশ নিতে সারা দেশে থেকে ধর্মপ্রাণ মানুষ গতকালই টঙ্গীতে আসেন।

এবারের ইজতেমায় অংশ নিয়েছেন ভারতের অন্যতম শীর্ষ মুরব্বি মাওলানা আহমদ লাট, মাওলানা ইবরাহিম দেওলা ও মাওলানা জুহায়েরুল ইসলাম।

আজ বাদ আসর মাওলানা জুহায়েরুল ইসলাম ও বাদ মাগরিব মাওলানা ইবরাহিম দেওলা বয়ান করবেন বলে জানা গেছে।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ